একই দিনে এশিয়ান ক্লাব ফুটবলে বাংলাদেশের দুই দলের খেলা। ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা কিংস খেলবে সিরিয়ার আলকারমাহর এসসির বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের দোহায়। মুহেইম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। একই দিনে আবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে ঢাকা আবাহনীও এএফসি চ্যালেঞ্জ লিগে খেলবে। প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড। টুর্নামেন্টে সেরাটা দেওয়ার লক্ষ্যে দুই দল অনুশীলন শুরু করেছে অনেক আগেই। রবিবার সকালে কিংস ঢাকা ছাড়বে। এখান থেকে শুধু স্থানীয় খেলোয়াড়, ম্যানেজার, দুই সহকারী কোচ, গোলরক্ষক কোচ যাবেন। হেড কোচ, বিদেশি ও প্রবাসী ফুটবলাররা নিজ দেশ থেকে দোহায় যাবেন। বসুন্ধরা কিংস এবার নতুন হেড কোচ ব্রাজিলের সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে। সপ্তাহ খানেক আগে তার দলে যোগ দেওয়া নিশ্চিত হলেও ঢাকার ক্যাম্পে যোগ দেননি তিনি। একইভাবে চার বিদেশি ও নতুনভাবে যোগ দেওয়া এক প্রবাসী ফুটবলার সরাসরি দোহায় যাবেন। ৯ আগস্ট হেড কোচ সার্জিও ফারিয়াস, ডরিয়েনটন ও রাফায়েল ব্রাজিল থেকেই কাতারে পৌঁছাবেন। নতুন যোগ দেওয়া প্রবাসী ফুটবলার কিউবা মিচেল ইংল্যান্ড থেকে কাতারে যাবেন। দুই নাইজেরিয়ান টনি ও সানডে নিজ দেশ থেকে কাতারে পৌঁছাবেন। আরেক প্রবাসী তারিক কাজী যাবেন ফিনল্যান্ড থেকে। এরা সবাই ঢাকা থেকে যাওয়া খেলোয়াড়দের আগেই দোহায় পৌঁছাবেন। সেখানে সবাই মিলে প্রশিক্ষণ করবেন ১০ ও ১১ আগস্ট। পরের দিন তো ম্যাচই। ঢাকায় সবাই মিলে অনুশীলন করার সুযোগ না পেলেও কিংস এতে বিচলিত নয়। কাতারের অনুশীলনেই বোঝাপড়া হয়ে যাবে বলে টিম ম্যানেজমেন্ট। হেড কোচ ও কিউবা মিচেল ছাড়া বিদেশি ও স্থানীয়দের মধ্যে জানা শোনা রয়েছে। টনি, সানডে ও রাফায়েল অন্য দল থেকে এলেও একে অপরের পারফরম্যান্স সম্পর্কে ধারণা রয়েছে। কোচও খাপ খাইয়ে নিতে পারবেন।
দলবদলে সবচেয়ে আলোচিত নাম হচ্ছেন সান্ডারল্যান্ডে বয়সভিত্তিক দলে খেলা কিউবা মিচেল। সবকিছু চূড়ান্তের পরও তার ঢাকা না আসা নিয়ে কিংস সমর্থকরা চিন্তিত ছিলেন। সেই ভাবনার অবসান দোহাতেই হচ্ছে। কিংসে তার অভিষেক হবে চ্যালেঞ্জ লিগেই। একই সঙ্গে কোচ ফারিয়াসেরও যাত্রা হবে। লোকালদের মধ্যে এবার কিংসে নতুন মুখ হচ্ছেন মোহাম্মদ হৃদয়, শাহারিয়ার ইমন, তাজউদ্দীন, তানভীর ও নাবিব নেওয়াজ জীবন। এদের অন্তর্ভুক্তিতে দলের শক্তি বেড়েছে। ঢাকা আবাহনীর বিপক্ষে প্রীতি ম্যাচে কিংস জিতেছিল ২-১ গোলে। ভালো একটা পরীক্ষা দিয়েই কিংস নামবে কাতারে। ১২ আগস্ট ম্যাচ জিতলে কিংস যাবে গ্রুপ পর্বে। যার ড্র হবে ২৮ আগস্ট। কিংসই দেশের একমাত্র দল এএফসি ক্লাব টুর্নামেন্টে টানা সাতবার অংশ নিচ্ছে।