কাজাখস্তানকে হারানোর পর বাংলাদেশ হকির বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে নিশ্চিত হয়ে যান দেশের ক্রীড়ামোদীরা। কেননা এশিয়ান হকি ফেডারেশনের নিয়ম অনুযায়ী এশিয়ান কাপের শীর্ষ ছয় দেশ বিশ্বকাপের বাছাইপর্বে লড়বে। কাজাখস্তানকে হারানোয় ষষ্ঠ স্থান নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। অপেক্ষা ছিল পঞ্চম না ষষ্ঠ স্থানে থেকে বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। অর্থাৎ জাপানের কাছে হারলেও বাছাইপর্ব খেলবেন আশরাফুলরা। কিন্তু যে খবর এলো তাকে বড় আঘাতই বলা যায়। এশিয়ান হকি ফেডারেশন নতুন নিয়ম করেছে এশিয়ান কাপ বয়কট করলেও পাকিস্তান বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে পারবে। যারা ষষ্ঠ হবে তারাই পাকিস্তানের বিপক্ষে খেলবে।
গতকাল জাপান ৬-১ গোলে বাংলাদেশকে হারিয়ে পঞ্চম হয়ে বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। অন্য দিকে ষষ্ঠ হওয়ায় বাংলাদেশকে প্লে-অফ খেলতে হবে পাকিস্তানের বিপক্ষে। প্রতিপক্ষ পাকিস্তান বলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা ক্ষীণ। অর্থাৎ বাংলাদেশের আর বিশ্বকাপ বাছাইপর্ব খেলা হচ্ছে না এটা ধরে নেওয়া যায়। প্রশ্ন হচ্ছে পাকিস্তানের মতো ওমানও তো এশিয়া কাপ খেলছে না। তাহলে তারা কেন বাছাইপর্বের লড়াইয়ে সুযোগ পাবে না। এখানে র্যাঙ্কিংই বড় ফ্যাক্টর। পাকিস্তান র্যাঙ্কিংয়ে এগিয়ে আছে বলে এশিয়ান হকি ফেডারেশন বিশেষ নিয়ম করেছে। এ নিয়ম নিশ্চয় বাংলাদেশ হকি ফেডারেশন জানত। পত্রপত্রিকায় যখন লেখা হয়ে গেছে বাংলাদেশের বাছাইপর্ব নিশ্চিত। তখন গভীর রাতেই ফেডারেশন থেকে তথ্যটি জানানো হলো।