হকি লিগের যাত্রা
বহু প্রতীক্ষিত হকি প্রিমিয়ার লিগের যাত্রা হচ্ছে আজ। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী দিনে দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় প্রথম ম্যাচে সদ্য ক্লাব কাপ বিজয়ী ঊষা ক্রীড়া চক্র লড়বে এক সময়ের আলোচিত দল ওয়ান্ডারার্সের বিপক্ষে। বিকাল ৩টায় আবাহনী ও আজাদ মুখোমুখি হবে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন। এবারে চারটি দলকে নিয়ে লিগ অনুষ্ঠিত হচ্ছে। শীর্ষে থাকা চার দলকে নিয়ে পরবর্তীতে সুপার ফোর অনুষ্ঠিত হবে। দলের সংখ্যা কম বলে এবার সর্বনিম্ন পয়েন্ট পাওয়া দলকে প্রথম বিভাগে নামতে হবে না।
অনূর্ধ্ব-১৯ ক্যাম্প
রান রেটে ছিটকে পড়েছিল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ থেকে। যুব এশিয়া কাপের সেমিফাইনাল খেলতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় রিচার্ড ম্যাকিন্সকে। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে মিজানুর রহমান বাবুলকে। বাবুলের কোচিংয়ে আজ থেকে যুব বিশ্বকাপের ক্যাম্প শুরু হচ্ছে বিকেএসপিতে। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে দুবাইয়ে। যুব এশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে হেরে রান রেটে ছিটকে পড়েছিল বাংলাদেশ। অথচ ২৪৩ রান করলেই সেমিফাইনালে খেলতে পারত যুবারা। কিন্তু অজ্ঞতার জন্য খেলতে পারেনি যুবারা। ক্যাম্পে যোগ দিতে যাওয়ার আগে যুবদলের অধিনায়ক মেহেদি হাসান বলেন, 'এখন আমাদের প্রমাণের সময়। যুব বিশ্বকাপে ভালো করার জন্য আমরা সেরাটা দিতে চেষ্টা করব। এশিয়া কাপের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।'
চৌদ্দগুষ্টি উদ্ধার
শেখ জামাল মুক্তিযোদ্ধার ম্যাচে দুটো পেনাল্টি হয়েছে। প্রথমটিতে গোল করতে ব্যর্থ হন মুক্তিযোদ্ধার কিংসাল এলিটা। পরেরটাতে অবশ্য শেখ জামালের ওয়েডসন ঠিকই জালে বল পাঠান। এলিটার গোল মিসের পর ভিআইপিতে বসা জাতীয় দলের এক খেলোয়াড় আক্ষেপ করে বললেন, দেখেন বিদেশি ফুটবলাররা পেনাল্টি মিস করলে কেউ কিছু বলেন না। আর আমরা গোল না করতে পারলে চৌদ্দগুষ্টি উদ্ধার করা হয়।
পেছালেন সিদ্দিকুরের
থাইল্যান্ডে কিংস কাপ গলফ হুয়া হিন টুর্নামেন্টে আরও অবনমন হয়েছে মোহাম্মদ সিদ্দিকুর রহমানের। দুই রাউন্ড শেষে পারের সমান শট খেলে যৌথভাবে ৩৫ নম্বরে আছেন বাংলাদেশের সেরা গলফার।
প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ৩১ নম্বরে থাকা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলেছেন। ব্ল্যাক মাউন্টেইন গলফ ক্লাবে 'বার্ডি' (পারের চেয়ে এক শট কম খেলা) দিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে আগের দিনের ব্যর্থতা কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন সিদ্দিকুর। কিন্তু তা ধরে রাখতে পারেননি।
সাকিবের ফ্যান পেজ
টেস্ট-ওয়ানডেতে বিশ্বের দ্বিতীয় সেরা অলরাউন্ডার ও বাংলাদেশের তারকা সাকিব আল হাসানের ফেসবুক অফিসিয়াল ফ্যান পেজে লাইকের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রেটি এই ফ্যান পেজে সাকিবের পারফরম্যান্স ছাড়াও বাংলাদেশের ক্রিকেটের জানা-অজানা তথ্যও প্রকাশ করা হয়। সাকিব ভক্তরা তার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারেন।
ভক্তরাও ব্যাপক সাড়া দিয়ে থাকেন এই পেজে। লাইকের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যাওয়ায় বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারও মুগ্ধ হয়েছেন।
বার্ষিক ক্রীড়া
বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলার আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৪ বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে সমাপ্ত হয়। বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার কমডোর এম ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে সমাপনী দিনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় নবাব সিরাজ-উদ-দৌলা হাউজ ১৫৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ড. মো. শহীদুল্লাহ হাউজ ১২৭ পয়েন্ট পেয়ে রানারআপ হয়। প্রতিযোগিতায় কলেজের শিশু থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নবাব সিরাজ-উদ-দৌলা, কবি নজরুল ইসলাম, শেরেবাংলা এবং ড. মো. শহীদুল্লাহ হাউজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।