জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ক্রিকেটার শাহরিয়ার নাফিসের স্ত্রী অ্যাডভোকেট ঈশিতা তাসমিন।
গত বৃহস্পতিবার তিনি ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনে শুক্রবার জমা দিয়েছেন।
উল্লেখ্য, ঈশিতা তাসমিন উত্তরা ইউনির্ভাসিটিতে আইনের লেকচারার হিসেবে কর্মরত আছেন। একই সঙ্গে তিনি গাজীপুর জেলা জজ আদালতে প্র্যাকটিস করছেন। তার বাবা আবদুল মান্নান পাঠান গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।