চেলসির কোচ স্পেশাল ওয়ান হোসে মরিনহো জানিয়েছেন, ক্লাব যতদিন চায়, ততদিন স্ট্যামফোর্ড ব্রিজেই কাটিয়ে দেবেন।
বিবিসি ফুটবল ফোকাসকে মরিনহো বলেন, 'তারা আমাকে না চাওয়া পর্যন্ত আমি থাকবো। চেলসি না চাইলে অন্য কোনো ক্লাব আমাকে নিতে পারবে না। কারণ আমাকে যেখানে ভালোবাসা হয়, সেখান আমি থাকতে চাই।
উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে চেলসির সঙ্গে চার বছরের চুক্তি হয়েছে মরিনহোর। তবে ক্লাবের মালিক রোমান আব্রামোভিচ চাইলে এর পরেও থেকে যাবেন বলে জানান তিনি।