প্রাথমিক স্কোয়াড
আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য মেয়েদের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে স্থান পেয়েছেন রুমানা আহমেদ, শায়লা শারমিন, লতা মন্ডল, খাদিজাতুল কুবরা, সুলতানা ইয়াসমিন, ফারজানা হক, সালমা খাতুন, পান্না ঘোষ, লিলি রানী, রিতু মনি, নুজহাত তাসনিয়া, জাহানারা আলম, আয়েশা রহমান, সাথিরা জাকির, ফাহিমা খাতুন, তাজিয়া আকতার, তিথি রানী, সানজিদা ইসলাম, শারমিন আকতার, আয়েশা আকতার, সোহালি আকতার, শাহনাজ পারভীন, শামীমা সুলতানা, নাদিয়া আফরিন, ইয়ামিন রূপা, তমালিকা সুমনা, নিগার সুলতানা, সুবর্না ইসলাম, সাবিকুন নাহার এবং জান্নাতুল ফেরদৌসি।
এগিয়েছেন সিদ্দিকুর
থাইল্যান্ড কিংস কাপ গলফের দ্বিতীয় রাউন্ডে অনেকটা পিছিয়ে থাকলেও তৃতীয় রাউন্ডেই সেরা বিশে ঠাঁই করে নিয়েছেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। গতকাল তিনি পারের চেয়ে এক শট কম খেলে তৃতীয় রাউন্ড শেষ করেছেন। এর ফলে যৌথভাবে বিশ নম্বরে অবস্থান করছেন সিদ্দিকুর। দ্বিতীয় রাউন্ড শেষে তার অবস্থান ছিল ৩৫ নম্বরে! প্রথম রাউন্ডে পারের চেয়ে এক শট কম খেললেও দ্বিতীয় রাউন্ডে পারের চেয়ে এক শট বেশি খেলায় প্রথম দুই রাউন্ডে পারের সমান শট খেলেছিলেন সিদ্দিকুর। থাইল্যান্ডের ব্ল্যাক মাউন্টেইন গলফ ক্লাবে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে গতকাল ছয়টি 'বার্ডি' (কোনো হোলের নির্ধারিত পারের চেয়ে এক শট কম খেলা) করেন সিদ্দিকুর। কিন্তু সঙ্গে তিনটি বোগি (পারের চেয়ে এক শট বেশি খেলা) ও একটি ডাবল বোগির (দুই শট বেশি খেলা) কারণে বেশি দূর এগুতে পারেননি তিনি। ১০ লাখ মার্কিন ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে ৯ শট কম খেলে শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার মো জুং কিউং।
ব্রাদার্সের জয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতকাল জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে তারা। ব্রাদার্সের পক্ষে গোল করেছেন জুয়েল রানা এবং অ্যান্থনি। জুয়েল রানা ৩২ মিনিটে ব্রাদার্সকে এগিয়ে দেন। ৮৩ মিনিটে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন অ্যান্থনি। তবে ৮৭ মিনিটে চট্টগ্রাম আবাহনীর পক্ষে একমাত্র গোল করে পরাজয়ের ব্যবধান কমান শাফায়াতুর রহমান। এ জয়ে ব্রাদার্স ইউনিয়ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে চার ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে চতুর্থ স্থান নিশ্চিত করল।
ঊষার বড় জয়
গ্রীন ডেল্টা ইন্সুরেন্স হকি প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে বড় জয় পেয়েছে ঊষা ক্রীড়া চক্র ও আবাহনী। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় ঊষা ৯-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে এবং আবাহনী ৫-১ গোলে হারিয়েছে আজাদ স্পোর্টিংকে।