ক্রিস্টিয়ানো রোনালদোর ফিফা ব্যালন ডি'অর ট্রফি রিয়াল মাদ্রিদে উৎসবের আমেজ এনে দিয়েছিল। তবে এ ট্রফির অন্যরকম একটা শক্তি বোধহয় আছে। রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমে যতটুকু ভালো খেলেছে, তার বেশিরভাগই ছিল রোনালদো নির্ভর। কিন্তু এক ব্যালন ডি'অর যেন পুরো রিয়াল মাদ্রিদকেই জাগিয়ে দিল! শনিবার রিয়াল বেটিসের বিপক্ষে রোনালদো-বেনজেমারা যেমনটা খেললেন, তার বর্ণনা কঠিনই। বাড়ি ফিরেছেন ৫-০ গোলের জয় নিয়ে। তবে এই জয়ে এককভাবে রোনালদো কিংবা বেনজেমার অবদান ছিল না। এ বিজয় পুরো রিয়াল মাদ্রিদের প্রচেষ্টার ফসল।
অন্তত এক দিনের জন্য হলেও রিয়াল মাদ্রিদ অবস্থান করল বার্সা-অ্যাটলেটিকোর সমান্তরালে। গত রাতে লেভেন্তের বিপক্ষে বার্সেলোনা এবং সেভিয়ার বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ কোনো দুর্ঘটনায় পড়ে না থাকলে রিয়াল মাদ্রিদ আবারও ৩ পয়েন্টে পিছিয়ে গেছে। তবে মৌসুমের গুরুত্বপূর্ণ একটা সময়ে এসে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের ওপর বেশ চাপ সৃষ্টি করতে পারছে। তিন দলেরই গতকাল রাত পর্যন্ত অর্জন ছিল ৫০ পয়েন্ট করে! গোল ব্যবধানে এগিয়ে থেকে বার্সা শীর্ষে এবং রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে। বার্সেলোনা এবং অ্যাটলেটিকো ৫০ পয়েন্ট সংগ্রহ করেছে ১৯ ম্যাচ থেকে। রিয়াল খেলেছে ২০ ম্যাচ।
রিয়াল বেটিসের বিপক্ষে গোলের সূচনা করেন দ্বিতীয়বারের মতো ব্যালন ডি'অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো। এ পর্তুগিজ তারকা ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে দেন রিয়ালকে। এই গোল রোনালদোকে ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে লিভারপুলের উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের কাছাকাছি পেঁৗছে দিল। সুয়ারেজের ২২ গোলের বিপরীতে রোনালদো করেছেন ২১ গোল। রোনালদোর পর গেরেথ বেলে, করিম বেনজেমা, অ্যাঞ্জেল ডি মারিয়া এবং মোরাতা একটি করে গোল করে দলের বিশাল জয় নিশ্চিত করেন।