জয়ের চ্যালেঞ্জ
ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে দেশের জন্য কাজ করার অনেক সুযোগ রয়েছে। এ সুযোগকে কাজে লাগিয়ে আগামী এক বছরের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়কে দেশের অন্যতম সফল মন্ত্রণালয়ে পরিণত করব। এ মন্ত্রণালয়ের সাফল্য দেশের মানুষ প্রত্যক্ষ করবে আশা করি। চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমন মন্তব্য করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়। গতকাল বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা'র (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস প্রমুখ।
ম্যাচ ড্র
গ্রিন ডেল্টা প্রিমিয়ার হকি লিগে কেউ জেতেনি। গতকাল অনুষ্ঠিত ম্যাচে সোনালী ব্যাংক ও অ্যাজাঙ্ ৪-৪ গোলে ড্রতে পয়েন্ট ভাগাভাগি করেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সোনালী ব্যাংক প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়েছিল।
রানা-বাবলা জয়ী
ক্রীড়ালেখক সমিতির নির্বাচনে জয়ী হয়েছেন হাসান উল্লাহ খান রানা ও সনাৎ বাবলা। শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিরটিয়ামে অনুষ্ঠিত এ ভোটে যমুনা টিভির রানা পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কালের কণ্ঠের বাবলা আলোকিত বাংলাদেশের সিকান্দরকে পরাজিত করে প্রথমবারের মতো সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।