মাহেলা জয়বর্ধনে এবার ঢুকে পড়লেন টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত ১১,০০০ রানের ক্লাবে। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টের চতুর্থ দিনে আট রানের মাথায় তিনি পার হলেন ১১,০০০ রানের গণ্ডি। এই রান করতে তার লাগল ১৪১টি টেস্ট। বিশ্বের অষ্টম ব্যাটসম্যান হিসেবে তিনি এই কৃতিত্বের অধিকারী হলেন।
জয়বর্ধনে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে ১১,০০০ রানের ক্লাবে পা রাখলেন। সদ্য অবসর নেওয়া ভারতের শচীন তেন্ডুলকার এই তালিকায় সবার আগে রয়েছেন। তিনি ২০০ টেস্ট খেলে করেছেন ১৫,৯২১ রান।