বাজছে এশিয়া কাপের দামামা। একদিন পরেই শুরু হচ্ছে মাঠের লড়াই। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এশিয়া কাপে টাইগারদের আত্দবিশ্বাস তলানিতে। এমন পরিস্থিতিতে দল নিয়ে অসন্তুষ্টির কথা জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। জাতীয় দল ঘোষণার আগে অধিনায়কের সঙ্গে আলোচনা করার কথা থাকলেও এবার নাকি মুশফিকের সঙ্গে কোনো কথাই বলেননি প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
এশিয়া কাপের দল নিয়ে নিজের অখুশির কথা সংবাদ সম্মেলনে বললেন মুশফিক। তিনি বলেন, দলে কে কে আছেন সেটা বড় বিষয় নয়। দল ঘোষণার আগে অধিনায়ক হিসেবে আমার সঙ্গে তো আলোচনা করা যেতো। এ ব্যাপারে আমি শক্ট। আমি বলবো অধিনায়ক যেই হোক না কেন, তাকে টিম বিষয়ে এতোটুকু সম্মান যেন দেওয়া হয়।
প্রধান নির্বাচককে উদ্দেশ্য করে মুশফিক বলেন, এর আগে এরকম কখনোই হয়নি। এবারই প্রথম অধিনায়ককে না জানিয়ে দল ঘোষণা করা হলো। এশিয়া কাপের আগে আমি আশা করেছিলাম একটি কলের জন্য। আমার মতামত উনি গ্রহণ করুক না করুক সেটা পরের কথা। শুধুমাত্র আমি আশা করেছিলাম উনি আমার দল গঠনের ব্যাপারে কথা বলবেন।
নির্বাচকদের দেওয়া দল নিয়ে আপনি খুশি কি না? এমন প্রশ্নে মুশফিক বলেন, খুশি থাকাটা কঠিন। ১৫ জনের স্কোয়াড নির্বাচন করা নির্বাচকদের দায়িত্ব। তাই যে টিম দেওয়া হয় সেটা নিয়ে আমার খেলতে হবে। তারপরেও যারা সুযোগ পেয়েছেন তাদের জন্য শুভ কামনা। আমাকে এই ১৫ জন নিয়ে খেলতে হবে। এদেরকে নিয়ে আমার সেরা খেলাটা খেলবো।
মুশফিক বলেন, এশিয়া কাপে আমাদের পূর্ণ শক্তি নেই। সেরা একাদশে অনেকে খেলেছেন তারা এখন স্কোয়াডে নেই। সেদিক থেকে বলবো আমরা যেভাবে পরিকল্পনা করে এগিয়েছি সেখানে একটা বড় ধাক্কা খেয়েছি। তবে এই মুহূর্তে দলের যে অবস্থা এশিয়া কাপে আমাদের হারানোর কিছু নেই। তাই চাপও অনেক কম। তাই মানসিকভাবেও একটু এগিয়ে থাকব।
এশিয়া কাপে বাংলাদেশ বর্তমান রানার্স আপ। তাই এবার লক্ষ্য হওয়া উচিত শিরোপার দিকে। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে পরাজয়ের পর এই দল নিয়ে আশা করতে পারছেন না মুশফিক। তারপরেও ভালো খেলার কথা বললেন টাইগার দলপতি। মুশফিক বলেন, বর্তমানে দলের যে অবস্থা তাতে আমাদের লক্ষ্যটা অনেক কঠিন। শ্রীলঙ্কার বিপক্ষে যেভাবে খেলেছি সেগুলোকে শুধরে নিতে হবে। আমাদের টার্গেট আছে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতা। তারপর বাকি যে তিনটা ম্যাচ থাকবে সেগুলোতেও ভালো পারফর্ম করতে হবে। শেষ দুই বছরে যেভাবে পারফর্ম করেছি সেভাবে পারফর্ম করতে হবে আমাদের। মাঠে আমাদের সেরা পারফর্মটাই করতে হবে।
এবারের এশিয়া কাপের প্রতিটি ম্যাচই মুশফিকের কাছে চ্যালেঞ্জ। এমনকি আফগানিস্তানের বিরুদ্ধে জয় পাওয়াটাও সহজ নয় বলে জানালেন টাইগার দলপতি। মুশফিক বলেন, আফগানিস্তান অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং ওরা বেশ ভালো দল। যদিও তারা আমাদের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলে না, অভিজ্ঞ নয়, তারপরেও তাদের দলে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। গত বছর অনেকে প্রিমিয়ার লিগেও ভালো খেলেছে। আমরা জানি ওরা কি করতে পারবে। তবে আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ তিনটি ওয়ানডে ম্যাচে যেভাবে পারফর্ম করেছি সেভাবে খেললে ওদেরকে হারানো কঠিন হবে। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে। প্রতিটি ম্যাচ যেহেতু নতুন তাই নতুন করে শুরু করার চেষ্টা করব। আশা করছি ভালোই করব।