পেশির ইনজুরির কারণে এশিয়া কাপ থেকে বাদ পড়লেন বাংলাদেশ ক্রিকেট দলের নির্ভরযোগ্য পেসার মাশরাফি বিন মর্তুজা। তার পরিবর্তে দলে স্থান পেতে পারেন আরেক পেসার শফিউল ইসলাম। বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে এশিয়া কাপের মধ্যে ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি।
শুক্রবার মাশরাফির এমআরআই করার পর ফিজিও ভিবব সিং তার খেলতে না পারার কথাটি জানিয়েছেন। এই চোট নিয়ে এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে খেলানো হবে না তাকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাশরাফিকে পুরোপুরি সারিয়ে তোলার জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ফিজিও জানান।
শুক্রবার প্রধান নির্বাচন ফারুক আহমেদ ও বিসিসির ক্রিকেট অপারশেন কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশী ক্রিকেট ভক্তদের জন্য আরেক দু:সংবাদ হয়ে দাঁড়াতে পারে অধিনায়ক মুশফিকুর রহমানের ইনজুরি। গত ম্যাচে খেলার সময় তিনি কাঁধে যে আঘাত পেয়েছিলেন তা এখনও তাকে স্বস্তি দিচ্ছে না। বিভব সিং জানান, শনিবার ম্যাচের আগে ফিটনেস টেস্টের পরে বোঝা যাবে মুশফিক খেলবেন কিনা।
শনিবারের আফগানিস্তানে সঙ্গে বাংলাদেশের খেলায় মুশফিকের ভাগ্যে কি ঘটে তা জানার জন্য কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।