তারকার অভাব নেই। শ্রীলঙ্কায় কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাসিথ মালিঙ্গা, অজন্তা মেন্ডিস এবং ভারতীয় দলে বিরাট কোহলি, শেখর ধাওয়ান, রোহিত শর্মা। এতসব তারকা! তার পরও ভারত-শ্রীলঙ্কা ম্যাচটা প্রায় আড়ালে পড়ে গিয়েছিল ‘কোহলি-মালিঙ্গা’ দ্বৈরথকথনে। কাল সেই দ্বৈরথ হয়নি ফতুল্লায়। হতে দেননি দুই দলের স্পিনাররা। হতে দেননি ‘দ্য ফিনিশার’ সাঙ্গাকারা। স্পিনারদের আধিপত্য, তারকাদের লড়াই এবং সর্বোপরি ধাওয়ানের আগ্রাসী ব্যাটিং; সব কিছুকে পাথরচাপা দিয়ে ম্যাচের নায়ক শেষ পর্যন্ত সাঙ্গাকারা। সরল দোলকের মতো দুলতে থাকা ম্যাচটিকে এই লঙ্কান তারকা নিজের করে নেন অসাধারণ এক সেঞ্চুরিতে। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলকে কীভাবে টেনে তুলতে হয়, কাল হিমালয়সম দৃঢ়তা মেশানো ১০৩ রানের ইনিংস খেলে দেখিয়ে দিলেন ক্রিকেটবিশ্বকে। শুধুই কি দেখালেন? টেন্ডুলকার-পরবর্তী জমানার সেরা ব্যাটসম্যান হিসেবেও প্রতিষ্ঠিত করলেন নিজেকে। তার সেঞ্চুরিই ২ উইকেটের জয় উপহার দিয়ে এশিয়া কাপের ফাইনালের পথে একধাপ এগিয়ে দিল শ্রীলঙ্কাকে। আসরের আগের তিন ম্যাচে সেঞ্চুরি হয়েছে চারটি। কাল সেঞ্চুরি হবে না, তা কি হয়? দিনের প্রথম সেশনে নার্ভাস নাইনটিজের শিকার হয়ে ৯৪ রানে ফিরলেন ধাওয়ান। সেই ব্যর্থতাকে পাশ কাটিয়ে সাঙ্গাকারা ৩৬৬ নম্বর ওয়ানডে ক্যারিয়ারে তুলে নেন ১৮ নম্বর সেঞ্চুরি। অবশ্য ৩০ রানেই ফিরতে পারতেন লঙ্কার সাবেক অধিনায়ক। কিন্তু রবীন্দ্র জাদেজার বলে দীনেশ কার্তিক মিস করেন স্টাম্পিং। পরে সেই সুযোগ কাজে লাগান সাঙ্গাকারা। খেলেন ৮৪ বলে ১০৩ রানের ইনিংস। ম্যাচ-সেরার ইনিংসটিতে ছিল ১২টি চার ও ১টি দৃষ্টিনন্দন ছক্কা। প্রায় দুই মাস ধরে বাংলাদেশে থাকতে এখানকার পরিবেশ পুরোপুরি হাতের তালুর মতো পরিচিত হয়ে উঠেছে সাঙ্গাকারার কাছে। সেই সুবিধা কাজে লাগিয়ে কাল খেলে ফেললেন ছন্দেভরা এক ইনিংস। এই গাঙ্গেয় ব-দ্বীপে পা দিয়ে রানবন্যায় ভাসিয়েছেন নিজেকে। ট্রিপল সেঞ্চুরি, সেঞ্চুরি সব করেছেন। এশিয়া কাপেও ধরে রাখেন সেই ধারাবাহিকতা। পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে করেছিলেন ৬৭ রান। কাল করলেন ১০৩ রান। বিশেষ করে ভারতের বিপক্ষে খেলতে নামলেন ইদানীং তার ব্যাট সুর তুলে। ওয়ানডে ক্যারিয়ারে যে ১৮টি সেঞ্চুরি করেছেন এই লঙ্কান, তার ৬টির প্রতিপক্ষই ভারত। মজার বিষয় কোনোটাই আবার নিজের মাটিতে নয়। সেঞ্চুরির দুটি করেছেন ভারতে, দুটি অস্ট্রেলিয়ায় এবং একটি করে বাংলাদেশ ও ইংল্যান্ডে। ভারত ও শ্রীলঙ্কা হেভিওয়েট লড়াইয়ে দিনের শুরুতে আলো ছড়িয়েছেন ধাওয়ান ও মেন্ডিস। ধাওয়ান লঙ্কান স্পিনারদের সব আক্রমণ সামলে খেলেছেন ৯৪ রানের ইনিংস। মেন্ডিস ভারতকে ২৬৪ রানে বেঁধে রাখতে সামনে থেকে নেতৃত্ব দেন ৬০ রানে ৪ উইকেট নিয়ে। ফতুল্লার ধীরগতির উইকেটে বেশ মানিয়ে ব্যাট করছিল ভারত। একপর্যায়ে ৩৯ ওভারে ৩ উইকেটে ১৯৬ রান তুলেও নিয়েছিল। এর পরই শুরু মেন্ডিস ভেলকি। মাত্র ১৯ রানের ব্যবধানে তুলে নেন চার ভারতীয় উইকেট। সেই ধাক্কা পরে আর সামাল দিতে পারেনি বিশ্ব চ্যাম্পিয়নরা। এর মধ্যে নার্ভাস নাইনটিজের শিকার ধাওয়ানকে ফেরত পাঠান মেন্ডিস ক্যারম বলে। এর আগে একই রকম বলে বোল্ড করেন কোহলিকে। দ্রুত চার উইকেট হারানোয় তখন মনে হচ্ছিল কোণঠাসা ভারত আড়াই শর ঘর পেরোতে পারবে না। কিন্তু সেখান থেকে দলকে টেনে নিয়ে যান রবীচন্দন অশ্বিন ও মোহাম্মদ সামি। বিশেষ করে ইনিংসের ৪৯ নম্বর ওভারের শেষ দুই বলে সামি পর পর দুই ছক্কা হাঁকালে ভারতের স্কোর দাঁড়ায় ৫০ ওভারে ৯ উইকেটে ২৬৪ রান। টার্গেট ২৬৫। ভারতীয় ফিল্ডারদের উদারতায় দ্বীপরাষ্ট্রের দুই ওপেনার কৌশল্য পেরেরা ও লাহিরু থিরিমানে ১৭.২ ওভারে ৮০ রানের শক্ত ভিত দেন দলকে। সেই ভিতকে কাজে লাগিয়ে দ্রুতলয়ে এগিয়ে যাচ্ছিল দ্বীপরাষ্ট্র। হঠাৎ করেই ৩২ নম্বর ওভারের প্রথম দুই বলে মাহেলা জয়াবর্ধনে ও দীনেশ চন্দিমলকে আউট করে খেলায় প্রাণ ফেরান জাদেজা। ২ রান নিয়ে হ্যাটট্রিকটি আটকে দেন অ্যাঞ্জেলি ম্যাথিয়ুস। তবে পেরেরা ও থিরিমানের উইকেট নিয়ে ভারতের দ্রুততম ষষ্ঠ বোলার হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান অশ্বিন। ভারতের দ্রুততম ১০০ উইকেট নেওয়া বোলার ইরফান পাঠান, ৫৬ ম্যাচে। ৩৬ নম্বর ওভারে ব্যাটিং ‘পাওয়ার প্লে’ শুরু হলেই দ্বীপরাষ্ট্রের ওপর চেপে বসে কোহলিবাহিনী। ৩০ রান দিয়ে তুলে নেয় ২ উইকেট। কিন্তু শেষ পর্যন্ত আর ম্যাচের রশি ধরে রাখতে পারেনি সাঙ্গাকারা ম্যাজিকে। হেরে যায়।
শিরোনাম
- ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান
- পাঁচ আঙুলে ফুলে ওঠে তাজুলরাজ্য
- শেখ হাসিনার অপশাসন নিয়ে আলজাজিরার বিশেষ তথ্যচিত্র
- যুদ্ধ কারো জন্যই চূড়ান্ত বিজয় আনবে না
- হিকমত আল্লাহর বিশেষ অনুগ্রহ
- গাংনীতে ডাকাতি, ককটেল বিস্ফোরণ
- কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ইয়াসিনের
- সৌদির জাজনে জনপ্রিয় হচ্ছে নীল চা চাষ
- সাব্বির টাওয়ারের ছাদে আগুন, মজুত ছিল দাহ্য বৈদ্যুতিক ও প্লাস্টিক সামগ্রী
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৭৪
- হাসপাতালে বিমান হামলা: দক্ষিণ সুদানে নিহত ৭
- ফেনীতে গাঁজাসহ আটক, দুই যুবকের জেল
- ফেনীতে শিয়ালের মাংস বিক্রি, ৬ মাসের কারাদণ্ড
- স্বাস্থ্যঝুঁকিপূর্ণ আইসক্রিম প্রস্তুতকারককে ৪০ হাজার টাকা জরিমানা
- মায়ের সামনেই কিশোর ছেলেকে ছুরিকাঘাতে হত্যা
- গজারিয়ায় স্বর্ণকারকে ছুরিকাঘাত করে চেইন ছিনতাই, আটক ১
- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাতক্ষীরার স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
- গাজায় আক্রমণ বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরায়েল
- এয়ার অ্যাম্বুলেন্সেই মঙ্গলবার ফিরছেন খালেদা জিয়া
- জনগণের অনুমতি ও নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয়: সুলতান সালাউদ্দিন টুকু
সাঙ্গাকারা ম্যাজিকে শ্রীলঙ্কার জয়
আসিফ ইকবাল
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর