টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েক দিন আগে পাকিস্তান ও ভারতের মেয়েদের বিপক্ষে কক্সবাজারের ভেন্যুতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। পাকিস্তানের বিপক্ষে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে মেয়েরা। আর ভারতের বিপক্ষে শুধু তিনটি টি-টোয়েন্টি ম্যাচে খেলবে তারা।
২ মার্চ পাকিস্তানের মেয়েরা ঢাকায় এসে পৌঁছাবে। ৩ মার্চ তারা যাবে কঙ্বাজারে। এর পর ৪ ও ৬ মার্চ দুটি ওয়ানডে খেলে ৮ ও ১৫ মার্চ বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে তারা।
এর মধ্যে ৯, ১১ ও ১৩ মার্চ ভারতীয়দের মোকাবিলা করবে বাংলাদেশের মেয়েরা। সবগুলো ম্যাচ হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এ সিরিজ নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক সালমা বলেন, 'খুব গুরুত্বসহকারে নিচ্ছি এই সিরিজকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন সিরিজ হওয়ায় ভালো হলো। আমরাও আগে বলেছিলাম এমন সিরিজ আয়োজনের জন্য। বোলিং, ফিল্ডিং ও ব্যাটিংয়ে আমরা অনেক অনুশীলন করছি। আমরা কিন্তু এগিয়ে অন্য দলের থেকে। নিয়মিত অনুশীলন করছি ব্যাটিংয়ের ঘাটতি পূরণে। পেস বোলারদের বিপক্ষে যেন ভালো করতে পারি সেজন্য নিয়মিত অনুশীলন করে যাচ্ছি।'মেয়েদের হলেও কঙ্বাজারে এমন সিরিজ সাড়া জাগাবে বলে অনেকের আশা। সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এ ভেন্যু যে তৈরি করা হয়েছে তার প্রমাণ মিলবে মেয়েদের সিরিজে। আশার কথা, প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছেন অচিরেই কক্সবাজার ক্রিকেটের বড় খেলাগুলো অনুষ্ঠিত হবে।