প্রথম লেগে দিপরো দিপরোপেত্রোভস্কের মাঠে ১-০ গোলে হেরেছিল টটেনহ্যাম হটস্পার। এবার হোয়াইট হার্ট লেনে বৃহস্পতিবারের ফিরতি লেগে এমানুয়েল আদেবায়োর জোড়া গোল করলেন। দশ জনের ইউক্রেনিয়ান ক্লাবকে ৩-১ গোলে হারাল স্পাররা। আর দুই লেগে ৩-২ ব্যবধানে এগিয়ে ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করল লন্ডন ক্লাবটি। টটেনহ্যামের সাবেক কোচ হুয়ান্দে রামোসের দল এদিন রোমান জজুলিয়ার গোলে এগিয়ে যায়। কিন্তু ৬২ মিনিটে এই ফরোয়ার্ড মাঠছাড়া হন। দশ জনের দিপরোর জালে বল পাঠিয়ে ছয় মিনিট পর সমতা ফেরান ক্রিস্টিয়ান এরিকসেন। এর নয় মিনিট পর চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে পরের পর্ব নিশ্চিত করেন আদেবায়োর। দুবারের সাবেক চ্যাম্পিয়ন পোর্তোর পক্ষে নাবিল ঘিলাস ৮৬ মিনিটের গোলে এইচার্ট ফ্রাঙ্কফুর্টে ৩-৩ গোলের ড্র এনে দেন। দুই লেগে ৫-৫ গোলে সমতা থাকলেও অ্যাওয়ে গোলের সুবাদে শেষ ৩২-এর বাধা পেরোল পর্তুগিজ ক্লাবটি। টানা দ্বিতীয়বার শিরোপায় হাত দেওয়ার পথে থাকলেন নাপোলি কোচ রাফা বেনিতেজ। গত মৌসুমে চেলসির সঙ্গে শিরোপা জেতা এই ইতালিয়ানের দল শেষ মুহূর্তের ২ গোলে সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে। শেষ ষোলোয় সিরি আ দলটির প্রতিপক্ষ পোর্তো। এদিন তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোরের বিপক্ষে প্রথম লেগের মতোই ২-০ গোলে জিতেছে জুভেন্টাস। ইতালিয়ান চ্যাম্পিয়নদের পক্ষে এদিন গোল করেছেন আরতুরো ভিদাল ও ওসভালদো। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ফিওরেন্তিনা।