বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার সময় বাজিকরদের ম্যাচ পাতানোর প্রস্তাব কর্তৃপক্ষকে না জানানোর জন্য দোষ স্বীকার করেছেন নিউজিল্যান্ডের লু ভিনসেন্ট।
নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যান বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেন। তবে ওই সময়ই বাজিকরদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। বিপিএলের গত আসরে খুলনা রয়েল বেঙ্গলসের হয়ে খেলেছিলেন ভিনসেন্ট। ৩৫ বছর বয়সী ভিনসেন্টসহ নিউজিল্যান্ডের তিনজন খেলোয়াড়ের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগের তদন্ত করছে আইসিসি। তবে অন্য দুজনের পরিচয় প্রকাশ করেনি নিউজিল্যান্ড ক্রিকেট।
গত বছর সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়া ভিনসেন্ট বলেন, 'বাংলাদেশে শুনানি ও তদন্তের আওতায় থাকা কোনো ম্যাচ, বিষয় ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে জড়িত নই'।
তবে বর্তমানে বিপিএলে ফিঙ্ংি নিয়ে তদন্ত চলার কারণে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনালে বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে শুনানিতে দোষী প্রমাণিত হয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ব্যবস্থাপনা পরিচালক শিহাব চৌধুরী। তবে অভিযুক্ত আরও ছয়জন নির্দোষ প্রমাণিত হয়েছেন ট্রাইব্যুনালের রায়ে। আর আগেভাগেই দোষ স্বীকার করা মোহাম্মদ আশরাফুল ও কৌশল লোকুয়ারাচ্চির বিষয়ে পরে জানানো হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল।