মুশফিকুর রহিম আজ আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন কি না তা নিশ্চিত নয়। তবে তিনি গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন। ব্যাটিংয়ের সময় বারবার তিনি হাতে ব্যথা অনুভব করছিলেন। এতেই শঙ্কা জেগেছে আজ তার মাঠে নামা নিয়ে। এ সময় মুশফিকের পাশে ছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।