জাতীয়তা পরিবর্তন করে স্পেন দলে নাম লিখিয়েছেন দিয়েগো কোস্টা। কোস্টার সম্মতি নিয়ে ব্রাজিলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে স্পেনও তাকে জাতীয়তা দিয়ে নিজ দলে নিয়েছে।
বুধবার ইতালির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামবে স্পেন। আর সেই ম্যাচকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে দেশটি। স্কোয়াডে জায়গা হয়েছে কোস্টারও। এখন চূড়ান্ত দলে স্থান করে নিতে পারলেই দ্বিতীয় কোনো জাতীয় দলের হয়ে অভিষেক হবে কোস্টার।
কোস্টাকে ফিরিয়ে নিতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি ব্র্রাজিল। কিন্তু কোস্টা স্বেচ্ছায় স্পেনের জাতীয়তা নেন। ফিরিয়ে দেন ব্রাজিলকে।
আগেই অবশ্য স্পেন দলের হয়ে কোস্টার অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু ইনজুরির কারণে অভিষেক হয়নি। এবার আর কোনো ঝামেলা না হলে বিশ্বসেরা স্পেনের হয়েই লড়াইটা দেখাবে কোস্টা।