আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শনিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
কাঁধে চোট থাকায় অনিশ্চয়তার মাঝেও দলকে নেতৃত্ব দিতে নেমেছেন মুশফিকুর রহিম।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আঢগানিস্তানের সংগ্রহ ৭ ওভার ১ উইকেট হারিয়ে ২১ রান। একপ্রান্তে ব্যাট করছেন করিম সাদিক, অন্যপ্রান্ত আছেন নাজিবুল্লাহ জাদরান।
বাংলাদেশ:
শামসুর রহমান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাসির হোসেন, নাঈম ইসলাম, জিয়াউর রহমান, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, আরাফাত সানি ও রুবেল হোসেন।
আফগানিস্তান:
মোহাম্মদ শাহজাদ, করিম সাদিক, আসগর স্তানিকজাই, নওরোজ মঙ্গল, মোহাম্মদ নবী, সামিউল্লাহ সেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, মিরওয়াইস আশরাফ, হামিদ হাসান, শাপুর জাদরান ও হামজা হোতাক।