পাকিস্তান ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান জহির আব্বাস। উইকেটের চারিদিকে বাহারি স্ট্রোকের ফুলজুড়ি ছোটাতে উস্তাদ ছিলেন এই জহির। প্রতিপক্ষের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা খেলতেন ক্যারিয়ারে। ৭৮ টেস্টে রান করেছেন ৪৪.৭৯ গড়ে ৫০৫২। যাতে রয়েছে ২৭৪ রানের অসাধারণ একটি ইনিংস। এছাড়া ৬২ ওয়ানডেতে তার নামের পাশে রয়েছে ২৫৭২ রান। রান ক্ষুধার জন্য তাকে বলা হতো 'দ্য রান মেশিন'। সেই রান মেশিন এখন পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ। জীবনে অনেক ম্যাচ খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। তাই ভারত ম্যাচ নিয়ে তার ভাবনার জগতই আলাদা। আজ চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আসরের সবচেয়ে বড় ম্যাচ খেলতে নামছে তার দল পাকিস্তান। তবে ম্যাচটিতে কাউকে ফেবারিট না বলে জানিয়েছেন, যারা ভালো খেলবে, তারাই জিতবে।
দুই দেশ এখন পর্যন্ত ১২৫টি ওয়ানডে খেলেছে পরস্পরের বিপক্ষে। সাফল্যের বিচারে ভারতের তুলনায় এগিয়ে পাকিস্তান। পাকিস্তান জিতেছে ৭১ ম্যাচ এবং ভারত ৫০টি। তবে এশিয়া কাপে এগিয়ে ভারত। দুই দলের ১০ লড়াইয়ের ৫টিতে জিতেছে ভারত এবং পাকিস্তান ৪টিতে। পরিত্যক্ত একটি। আজ দুই দল ফাইনালে উঠার জন্য খেলবে। ম্যাচটির জয়ী দল ফাইনালের পথে এগিয়ে যাবে এক ধাপ। দুই দল আসরে দুটি করে ম্যাচ খেললেও হারজিত সমান সমান। আজকের ম্যাচটি দুই দলের জন্য অনেকটাই অলিখিত ফাইনাল! তবে ম্যাচটি আবার মান মর্যাদারও। তাই ম্যাচটিতে আলাদা করে কাউকে ফেবারিট মনে করছেন না জহির আব্বাস, 'আমি মনে করি ম্যাচটি অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমি বলতে চাই, আজ যারা ভালো খেলবে, তারাই জিতবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুটি দলই ভালো। দুই দলের কাছ থেকে আগামীকাল (আজ) আমি ভালো ম্যাচ আশা করছি।'