মামুনুল ইসলামই ফুটবলে জাতীয় দলকে নেতৃত্ব দেবেন। আগামী বুধবার ভারতের বিপক্ষে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। আজই ২১ সদস্যের দল মুম্বাইয়ে উদ্দেশে রওয়ানা দেবে। সেখান থেকে সড়ক পথে গোয়াতে যাওয়ার কথা। ডাচ কোচ লোডডিক ক্রুইফ অনুশীলনে মান যাচাই করে গতকালই চূড়ান্ত দল ঘোষণা করেছেন। এ উপলক্ষে গতকাল প্রেস ব্রিফিংয়ে ক্রুইফ বলেন, অনেক দিন ধরে জাতীয় দল কোনো ম্যাচ খেলছে না। এ অবস্থায় ম্যাচটি উপকারে আসবে। তিনি বলেন, দলে বেশ ক'জন তরুণ খেলোয়াড় রয়েছে। প্রস্তুতি স্বল্প দিনের হলেও আমরা তাদের কাছ থেকে ভালো খেলা আশা করছি। ম্যাচ জিততে পারবে কিনা এ ব্যাপারে কোচ বলেন, ভারত-বাংলাদেশের খেলার মান প্রায় একই। তবে নিজেদের মাঠে খেলা বলে ভারত বাড়তি অনুপ্রেরণা পেতে পারে। ক্রুইফ বলেন, অনুশীলন অল্প দিনের হলেও খেলোয়াড়রা মাঠেই ছিল। তাই পারফরম্যান্সে ঘাটতি থাকার কথা নয়। ফুটবলের গতি ধরে রাখতে সমমানের দলের সঙ্গে এমন প্রীতি ম্যাচের প্রয়োজন রয়েছে। এতে করে টুর্নামেন্টের সময় খেলোয়াড়দের মানসিক চাপটা কম থাকবে। ফুটবলে সময়টা ভালো না গেলেও কলকাতায় আইএফএ শিল্ডে শেখ জামালের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। মামুনুলের নেতৃত্বে গ্রুপ ম্যাচে শুধু মোহনবাগানকে নয় সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল শেখ জামাল। দুর্ভাগ্যক্রমে ফাইনালে টাইব্রেকারে কলকাতা মোহামেডানের কাছে হেরে শিরোপা জেতা সম্ভব হয়নি। সামান্য ক'দিনের ব্যবধানে এই মামুনুলের নেতৃত্বেই জাতীয় দল আজ ভারত যাচ্ছে। শেখ জামালের ভালো ফল প্রীতি ম্যাচে অনুপ্রেরণা দেবে কি? মামুনুল বলেন, কিছুটা হলেও আত্দবিশ্বাস কাজ করবে। তিনি বলেন, ফুটবলে ভারতের আর আমাদের মানে তেমন পার্থক্য দেখি না। অথচ ভারত যে মনোভাব দেখায় তারা অনেক শক্তিশালী। আমরা ভারত কেন প্রতিপক্ষ হিসেবে কাউকে ছোট চোখে দেখি না। সবার সঙ্গে সেরা খেলাটাই খেলতে চাই। তিনি বলেন, প্রস্তুতি বেশি দিন না হলেও আমাদের টিম ওয়ার্ক খুবই ভালো। সবাই মাঠে ছিলেন। সেক্ষেত্রে এ দল নিয়ে ভালো কিছু আশা করা যায়। মামুনুল আশাবাদী হলেও জাতীয় দল প্রস্তুতি ম্যাচে ঢাকা মোহামেডানের কাছে ১-০ গোলে হেরে যায়। অধিনায়ক বলেন, ভারতে বিপক্ষে নামার আগে এই হার আমাদের উপকারে আসবে।