ভারতের নয়াদিলি্লতে এসএআইএল-এসবিআই ওপেনে দারুণ খেলেও শিরোপা জিততে পারলেন না সিদ্দিকুর রহমান। টাইব্রেকারে ভারতের রশিদ খানের কাছে হেরে গেছেন তিনি।
চার রাউন্ড শেষে রশিদ খানের সমান ১৮ শট কম খেলে যৌথভাবে শীর্ষে ছিলেন সিদ্দিকুর। ফলে শিরোপা নির্ধারণের জন্য টাইব্রেকারে গড়ায় প্রতিযোগিতা। যেখানে 'বার্ডি' (কোনো হোলে পারের চেয়ে এক শট কম খেলা) করে শিরোপা জিতে নেন দিলি্লর এই গলফ ক্লাবেই বেড়ে ওঠা রশিদ।
গত নভেম্বরে এই গলফ ক্লাবেই হিরো ইন্ডিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর।
টুর্নামেন্টের প্রথম তিন দিনে রশিদ খান শীর্ষস্থান ধরে রাখলেও শেষ দিনের শেষের দিকে শীর্ষে উঠে আসেন সিদ্দিকুর।
গতকাল পারের চেয়ে তিন শট কম খেলেন সিদ্দিকুর। শেষ দিনে প্রথম হোলে 'ঈগল' (কোনো হোলে পারের চেয়ে দুই কম খেলা) মেরে দিনের শুরুটাও দারুণ করেছিলেন সিদ্দিকুর। পরে আরও দুটি 'বার্ডি' করেন কিন্তু একটি 'বোগি'ও (কোনো হোলে পারের চেয়ে এক শট বেশি খেলা) করেন।
তৃতীয় রাউন্ড শেষে ১৫ শট কম নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন বাংলাদেশের প্রথম পেশাদার এই গলফার।
শেষ দিনটা দারুণ গেছে বাংলাদেশের আরেক গলফার মো. জামাল হোসেন মোল্লার। পারের চেয়ে মোট পাঁচ শট কম খেলে যৌথভাবে ২৩তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেন তিনি। আর পারের চেয়ে মোট দুই শট বেশি খেলে যৌথভাবে ৫৭তম হয়েছেন মো. শাখাওয়াত হোসেন সোহেল।