শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে হারের পর মুশফিক ঘুরে দাঁড়াতে অনুরোধ করেছিলেন সতীর্থদের। কিন্তু টাইগার অধিনায়কের মেসেজটা ঠিকমতো কর্ণপাত করেননি কেউই। হয়নি বলেই হয়তো আবারও হারল। হারল আনকোরা আফগানিস্তানের কাছে। তাই কাল ম্যাচ শেষে বলতে বাধ্য হলেন টাইগার অধিনায়ক, ‘ম্যাচ হারের পরও যারা অনুধাবন করেন না, তাদের দলে না থাকাই উচিত। নির্বাচক প্যানেল আছেন, টিম ম্যানেজমেন্ট আছেন, তারাই সিদ্ধান্ত নেবেন, দল কী হওয়া উচিত।’ দলে পরিবর্তন চেয়েছেন অনেক কষ্টে, দুঃখে। কাল তার অবয়বই বলছিল, কতটা কষ্ট পেয়েছেন তিনি। হারে হতাশ হয়েছেন, বিব্রতকর হয়েছেন, ‘এ হার অবশ্যই হতাশার। বিব্রতকরও। গত এক মাসে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। তার পরও বিশ্বাস ছিল, যত খারাপই খেলি না কেন, আফগানিস্তানের বিপক্ষে আমরা জিতবই। দুঃখজনকভাবে তা হয়নি।’ আফগানিস্তান ২৫৪ রান করার পরও জয়ের আশা ছিল মুশফিকের, ‘ওরা (আফগানিস্তান) ২৫৪ রান করার পর অখুশি হয়েছিলাম। কারণ ওই দুটি ক্যাচ পেলে হয়তো ২৩০ রানের মধ্যে রাখা যেত। তার পরও বলব, এ রান তাড়া করে আমাদের জেতা উচিত ছিল। কিন্তু আমরা পারিনি।’ বাংলাদেশের ক্রিকেটপ্রমীদের এবারই প্রথম নয়, এর আগেও বিব্রতকর অবস্থায় ফেলেছেন ক্রিকেটাররা। কিন্তু এই প্রথম মুশফিক এমন বিব্রতকর অবস্থায় পড়লেন, ‘আমার মনে পড়ে না এটিই সবচেয়ে বড় এবং লজ্জাজনক হার। সত্যি বলতে, এক সেকেন্ডের জন্যও মনে হয়নি আমরা হারব। মনে হচ্ছিল, যতই খারাপ খেলি, শেষ পর্যন্ত কেউ না কেউ দাঁড়িয়ে যাব। শেষ পর্যন্ত যা বোঝা গেল, আমরা যথেষ্ট ভালো নই।’ এ হার সামর্থ্য নিয়ে যেমন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের, তেমনি শঙ্কার জš§ দিয়েছে টি-২০ বিশ্বকাপ নিয়ে। কেননা এ আফগানিস্তানের বিপক্ষ ম্যাচ দিয়েই শুরু হবে টাইগারদের টি-২০ বিশ্বকাপ মিশন। আর মিশনটা যে সহজ হবে না, তা কাল স্মরণ করিয়ে দিল আফগানিস্তান। যদিও টাইগার অধিনায়ক টি-২০ বিশ্বকাপে তাদের বিপক্ষে জিততেই চান।
শিরোনাম
- ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল পাকিস্তান
- পাঁচ আঙুলে ফুলে ওঠে তাজুলরাজ্য
- শেখ হাসিনার অপশাসন নিয়ে আলজাজিরার বিশেষ তথ্যচিত্র
- যুদ্ধ কারো জন্যই চূড়ান্ত বিজয় আনবে না
- হিকমত আল্লাহর বিশেষ অনুগ্রহ
- গাংনীতে ডাকাতি, ককটেল বিস্ফোরণ
- কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ইয়াসিনের
- সৌদির জাজনে জনপ্রিয় হচ্ছে নীল চা চাষ
- সাব্বির টাওয়ারের ছাদে আগুন, মজুত ছিল দাহ্য বৈদ্যুতিক ও প্লাস্টিক সামগ্রী
- রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৭৪
- হাসপাতালে বিমান হামলা: দক্ষিণ সুদানে নিহত ৭
- ফেনীতে গাঁজাসহ আটক, দুই যুবকের জেল
- ফেনীতে শিয়ালের মাংস বিক্রি, ৬ মাসের কারাদণ্ড
- স্বাস্থ্যঝুঁকিপূর্ণ আইসক্রিম প্রস্তুতকারককে ৪০ হাজার টাকা জরিমানা
- মায়ের সামনেই কিশোর ছেলেকে ছুরিকাঘাতে হত্যা
- গজারিয়ায় স্বর্ণকারকে ছুরিকাঘাত করে চেইন ছিনতাই, আটক ১
- শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাতক্ষীরার স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
- গাজায় আক্রমণ বাড়াতে রিজার্ভ সেনা প্রস্তুত করছে ইসরায়েল
- এয়ার অ্যাম্বুলেন্সেই মঙ্গলবার ফিরছেন খালেদা জিয়া
- জনগণের অনুমতি ও নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয়: সুলতান সালাউদ্দিন টুকু
প্রয়োজনে দলে পরিবর্তন চান মুশফিক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর