দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের জমজমাট ম্যাচ আজ রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে। দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়।
রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাক অধিনায়ক মিসবাহ উল হক। ফলে দুই দলের জন্য বাঁচা-মরার ম্যাচটিতে প্রথমে
ব্যাট করছে ভারত। উদ্বোধনী জুটির একপ্রান্তে আছেন শিখর ধাওয়ান এবং অন্যপ্রান্তে ব্যাট করছে রোহিত শর্মা।
ভারত দল:
শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহনে, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ সামি ও অমিত মিশ্র।
পাকিস্তান দল:
শারজিল খান, আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মকসুদ, উমর আকমল, মিসবাহ উল হক, শহিদ আফ্রিদি, মোহাম্মদ তালহা, উমর গুল, সাঈদ আজমল ও জুনাইদ খান।