আফগানিস্তানের বিপক্ষে হারের পর তাকানোই যাচ্ছিল না মুশফিকুর রহিমের দিকে। মনে হচ্ছিল কেউ যেন কালির আঁচড় এঁকে দিয়েছেন টাইগার অধিনায়কের সুন্দর মুখে। ২৪ ঘণ্টার পার্থক্যে কাল অনেক বেশি প্রাণবন্ত মনে হয়েছে হতাশায় বিধ্বস্ত টাইগার অধিনায়ককে। প্রাণবন্ত মনে হলেও টি-২০ বিশ্বকাপের আগে সুন্দরভাবে শেষ করতে চান এশিয়া কাপ। জিততে চান অন্তত একটি ম্যাচ। আর এক জয়ে পাল্টে যাবে দলের চেহারা, কেটে যাবে হতাশা এমনটাই বিশ্বাস তার। আইসিসি সহযোগী দেশের বিপক্ষে এর আগেও হেরেছে বাংলাদেশ। কেনিয়ার কাছে ছয়বার, আয়ারল্যান্ডের কাছে দুবার এবং নেদারল্যান্ডস, কানাডা ও আফগানিস্তানের কাছে হেরেছে একবার করে। কেনিয়া, আয়ারল্যান্ড ও কানাডার কাছে হারে সমালোচনার জন্ম হয়েছিল ঠিকই। কিন্তু আফগানিস্তানের কাছে হারের পর এমন নাকাল হতে হয়নি ক্রিকেটারদের। ওই হারে পুরোপুরি বিব্রতকর অবস্থার মুখোমুখি হয় ক্রিকেট বোর্ড। টানা হারে ক্রিকেটারদের আÍবিশ্বাস এখন পুরোপুরি তলানিতে। টি-২০ বিশ্বকাপের আগে এমন মানসিক অবস্থার পরিবর্তন চায় বোর্ড। তাই গত পরশু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বসেছিলেন অধিনায়ক মুশফিক ও কোচ শেন জারগেনসনের সঙ্গে।
	আজ পাকিস্তানের সঙ্গে আসরের তৃতীয় ম্যাচ খেলতে নামছেন মুশফিকরা। প্রথম দুটি ম্যাচ হারলেও আজ ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ভালো খেলার সুযোগ রয়েছে বলে মনে করেন টাইগার অধিনায়ক, ‘এখনো বাকি দুটি ম্যাচ ভালো খেলার সুযোগ রয়েছে আমাদের। যদি তিন বিভাগেই ভালো খেলি, তাহলে অবশ্যই পাকিস্তানের বিপক্ষে ভালো ফল হবে। এশিয়া কাপের গত আসরে পাকিস্তানের বিপক্ষে দুটি ম্যাচ ভালো খেলে কাছাকাছি গিয়ে হেরেছিলাম। আমরা এখনো ভালো খেলতে পারিনি। তবে একটা জয়ই সবকিছু বদলে দিতে পারে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা যদি সবাই একসঙ্গে পারফর্ম করতে পারি, তাহলে ভালো কিছু হতে পারে। সামনে টি-২০ বিশ্বকাপ, তার আগে ভালোভাবে এশিয়া কাপটা শেষ করতে চাই।’ আফগানিস্তানের হারের পর চারজন ক্রিকেটারকে সতর্ক করেছে বিসিবি। ক্রিকেটারদের নাম মিডিয়ায় চলে এসেছে। এটা বাড়তি কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন টাইগার অধিনায়ক, ‘নাম আসায় চাপ পড়ার কোনো কারণ নেই। যাদের নাম এসেছে, এটা আমার জন্যও অ্যালার্মিং। কারণ, হয়তো আমি দলটাকে ভালোভাবে লিড দিতে পারছি না বা একসঙ্গে সবাইকে রাখতে পারছি না। এ জন্যই হয়তো অনেকের নাম এসেছে। গাফিলতিটা আসলে আমার ও কোচের। আমরা একসঙ্গে খেলার চেষ্টা করছি। কিন্তু পারছি না। আরও দুটি ম্যাচ আছে। আমরা যদি পারফর্ম করতে না পারি, তাহলে অন্যরা খেলবে আমাদের জায়গায়।’
	টানা হারে ক্রিকেটারদের মানসিক অবস্থা নড়বড়ে। এমন পরিস্থিতিতে যে কোনো দলের বিপক্ষে খেলতে নামাটা যে কঠিন, সেটা ভালো করেই জানেন অধিনায়ক, ‘মানসিকভাবে আমরা এখন যে জায়গায় রয়েছি, তাতে এই মুহূর্তে পাকিস্তান কেন, যে কোনো দলের বিপক্ষে খেলাটা কঠিন। ভালো কিছুর জন্য আমাদের দুইশ ভাগ ভালো খেলতে হবে। আমরা চেষ্টা করছি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই বাজে ছিল। এখন আমাদের ফোকাস সামনের দুই ম্যাচ। এ দুই ম্যাচে যদি প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারি তখন সবাই জানতে পারবে ওই দিনটা (আফগানিস্তান) আমাদের বাজে ছিল।’
	তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে আজ খেলবেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব। তার উপস্থিতি দলকে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করেন টাইগার অধিনায়ক, ‘সাকিব আমাদের মূল ক্রিকেটার। সে খেললে ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে একজন বাড়তি ক্রিকেটার খেলাতে পারি। আশা করি তার ফিরে আসায় আমাদের লাভই হবে।’ টানা ভালো না খেললেও আজ ভালো খেলার বিষয়ে বেশ প্রত্যয়ী মুশফিক, ‘যদি তিন বিভাগে ভালো খেলতে পারি, তাহলে পাকিস্তান কেন, যে কোনো দলের বিপক্ষেই জিততে পারি।’
	
	 
শিরোনাম
                        - বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে
 - রাজবাড়ীতে ব্যবসায়ীদের হয়রানি বন্ধে মানববন্ধন
 - জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের নতুন তালিকা প্রকাশ
 - অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - রাজধানীতে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
 - মেক্সিকোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা পেরুর
 - মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক
 - ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ বন্ধের হুমকি আদানি পাওয়ারের
 - আবু সাঈদ হত্যা : সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ আবারও পেছাল
 - ট্রাম্প-সৌদি যুবরাজ বৈঠক ১৮ নভেম্বর
 - যে জেলার কোনও আসনেই প্রার্থী দেয়নি বিএনপি
 - মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩
 - সূচক বেড়ে পুঁজিবাজারে চলছে লেনদেন
 - সাইফার্ট ছিটকে যাওয়ায় সুযোগ পেলেন মিচেল
 - সাগর জাহানের নতুন ধারাবাহিক ‘বিদেশ ফেরত’
 - যে কারণে ৭৫ শতাংশ ভারতীয় শিক্ষার্থীর ভিসা আবেদন বাতিল কানাডার
 - নারী ক্রিকেটারদের বেতন বাড়াল বিসিবি
 - তুষারধসে নেপালে বিদেশি পর্বতারোহীসহ সাতজনের মৃত্যু
 - উত্তর কোরিয়ায় কিম পরিবারের বিশ্বস্ত সংসদপ্রধানের মৃত্যু
 - নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা এনসিপির
 
বাংলাদেশ-পাকিস্তান মুখোমুখি
এক জয়েই কাটবে হতাশা
                        
                        
                                                     ক্রীড়া প্রতিবেদক
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর