চলতি সপ্তাহের 'এল ক্লাসিকো'তেই বার্সেলোনার আসল রূপ দেখা যাবে বলে মন্তব্য করেছেন লিওনেল মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিরুদ্ধেই নতুন করে জেগে উঠবে কাতালানরা। মেসিও রয়েছেন ফর্মের তুঙ্গে। আগের ম্যাচে ওসাসুনার বিরুদ্ধে দারুণ এক হ্যাটট্রিক করে ইতিহাস সৃষ্টি করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। বার্সার জার্সি গায়ে ৩৭১ রান করে মেসিই এখন সর্বোচ্চ গোলদাতা। তাছাড়া ওই ম্যাচে ওসাসুনাকে ৭-০ গোলে নাস্তানাবুদ করে কাতালানরা। তবে বার্সেলোনাকে অগ্নি পরীক্ষা দিতে হবে আগামী রবিবার।
খেলতে হবে রিয়াল মাদ্রিদের মাঠে। গ্যালাটিকোদের হারিয়ে উৎসব করতে চান লিওনেল মেসি। কাতালান তারকা বলেন, 'রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনার সেরা দলই মাঠে নামবে। আমার বিশ্বাস ফলও ইতিবাচকই হবে। আমরা এ ম্যাচ থেকে পুরো পয়েন্টই আদায় করে নিতে চাই।' স্থানীয় এক টিভি চ্যানেলকে আর্জেন্টাইন তারকা বলেন, 'এল ক্লাসিকো সব সময়ই কঠিন। জানি আমাদের প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী। তবে ম্যাচের ফল নির্ভর করছে আমাদের ওপর।'