কাকতালীয়ভাবে গত দুই ম্যাচে এনামুল হক বিজয় ৩৩ বল করে খেলেছেন। আফগানিস্তানের বিপক্ষে করেছেন ৩৩ বলে ৪৪ রান। নেপালের বিপক্ষে ৪২ রান। তামিমের মতো এর মধ্যেই নিজেকে হার্ড হিটার হিসেবে পরিচিত করে ফেলেছেন বিজয়। তবে টি-২০ কিংবা ওয়ানডে ক্রিকেট নয়, তার ভালো লাগে টেস্ট ক্রিকেট। গতকাল সংবাদ সম্মেলনে এসে খোলাখুলিই বিষয়টি স্বীকার করলেন এনামুল। 'আমি টেস্ট ক্রিকেটই বেশি আনন্দ নিয়ে খেলতে পারি। অন্য ফরম্যাটেও ভালো খেলার চেষ্টা করছি।' গত বছর টেস্টে অভিষিক্ত হয়েছেন এনামুল। এরই মধ্যে ৩টি টেস্ট ম্যাচ খেলেছেনও। তেমন কোনো সফলতা এখনো পাননি। তবে বিশ্বাস করেন, টেস্টেই তিনি ভালো করতে পারবেন। টেস্টের চেয়ে বরং এনামুলের ওয়ানডে এবং টি-২০ পারফরম্যান্সই অনেক ভালো। ১৬ ওয়ানডেতে ৩৫.৪৬ গড়ে ৫৩২ রান করেছেন তিনি। ৫টি টি-২০তে ৪৭.৫০ গড়ে করেছেন ১৯০ রান। অতীতটা তেমন ভালো না হলেও এনামুল জানালেন, উন্নতির জন্য নিবিড়ভাবে অনুশীলন করে চলেছেন তিনি। তাত্তি্বক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানও অর্জন করছেন। সবমিলিয়েই নিজেকে বদলে নিচ্ছেন ভবিষ্যতের চ্যালেঞ্জ নিতে।