ইরানের বিপক্ষে ফুটবল ম্যাচ হলে বাংলাদেশ পাত্তা পাবে না এ ধারণাটা স্বাভাবিকই বলা যায়। হয়তোবা গোলের বন্যায় ভেসে যেতে পারে। কিন্তু হকিতে মুখোমুখি হলে কি অবস্থা হবে? অতীত ফলাফল বিশ্লেষণ করলে বলা যায় ইরানের জয়তো বটেই ড্র করাই সম্ভাবনা নেই। তবুও বাংলাদেশ আজ সতর্ক হয়ে মাঠে নামবে। এশিয়ান গেমসে হকি ইভেন্টে সুযোগ পেতে ঢাকায় বাছাই পর্ব লড়াই চলছে। দুই গ্রুপে আট দলের লড়াইয়ে শীর্ষে থাকা ছয় দল এশিয়ান গেমস খেলার সুযোগ পাবে। হংকং ও সিঙ্গাপুরের সঙ্গে জিতে বাংলাদেশ ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে জায়গা করে নিয়েছে। কিন্তু অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে খেলে শুধু সুযোগ পেলেতো বাহবা পাওয়ার কিছু থাকবে না। টুর্নামেন্ট শুরুর আগেই অধিনায়ক চয়ন দৃঢ় কণ্ঠে বলেছেন, বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েই আমরা এশিয়ান গেমসে খেলতে যাব।
বাংলাদেশ আজ ইরানের সঙ্গে ড্র করতে পারলেই 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। আসলে শক্তির পার্থক্য বিচার করলে বাংলাদেশের ড্রটাই বড় অঘটন বলে চিহ্নিত হবে। চয়ন বলেন, আমরা অবশ্যই ফেবারিট। তবু প্রতিপক্ষকে গুরুত্ব দেব।