টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে ১৩১ রানের টার্গেট দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ৭ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে পাকিস্তান ১৩০ রান সংগ্রহ করে।
পাকিস্তানের পক্ষে সবোর্চ্চ ৩৩ রানের ইনিংস খেলেন উমর আকমল। এছাড়া শোয়েব মোকসুদ ২১ (১১) এবং আহম্মেদ শেহজাদ ২২ (১৭) রান নেন। ইনিংসের সর্বোচ্চ পার্টনারশিপ গড়ে উমর আকমল এবং শোয়েব মালিক জুটি।
এর আগে আজ সন্ধ্যা ৭টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ভারতের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনী টস জিতে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।