ব্রাজিলের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক হিলদারেলদো লুইস বেলি্লনি মারা গেছেন। দীর্ঘদিন মস্তিষ্কের রোগে ভোগা বেলি্লনির বয়স হয়েছিল ৮৩ বছর। সাও পাওলো শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করা বেলি্লনির জাতীয় দলে অভিষেক ১৯৫৭ সালে। পরের বছরই অধিনায়কের দায়িত্ব পান তিনি। ১৯৫৮ সালে সুইডেনে তার নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে ব্রাজিল। চার বছর পর ব্রাজিলের দ্বিতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। অবশ্য ওই টুর্নামেন্টে কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি জাতীয় দলের হয়ে ৫১টি ম্যাচ খেলা বেলি্লনির। তবে ১৯৬৬ বিশ্বকাপে খেলেছিলেন ইতালিয়ান বংশোদ্ভূত এই ডিফেন্ডার।