‘বাংলাদেশি দর্শকরা যেন পাকিস্তানি পতাকা হাতে প্রবেশ না করে’ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মূল ফটক দিয়ে প্রবেশের পর নিরাপত্তাকর্মীর কাছে থাকা ওয়াকিটকি থেকে কথাগুলো ভেসে আসে। তাই কাল গ্যালারিতেও পাকিস্তান-ভারতের পতাকা খুব একটা দেখা যায়নি। তাই বলে উচ্ছ্বাসে কিন্তু ভাটা ছিল না। কেউ কপোলে, কেউবা হাতে ঠিকই ভারত-পাকিস্তানের পতাকা এঁকে নিয়েছিলেন। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই বলে কথা! যেন উত্তেজনায় কাঁপছিল শেরে বাংলা স্টেডিয়াম। কিন্তু মাঠের লড়াই জমে ওঠেনি। তবে পাক-ভারত লড়াই জমে না ওঠলেও সিলেট স্টেডিয়ামে ঠিকই আয়ারল্যান্ড-নেদারল্যান্ড ম্যাচে ঝড় উঠেছিল। শেষ ম্যাচে জয় পেলেই সুপার-টেন নিশ্চিত হয়ে যেত আইরিশদের। প্রথমে ব্যাট করে ১৮৯ রান করার পর আয়ারল্যান্ডের পরের রাউন্ড অনেকটা নিশ্চিতই হয়ে গিয়েছিল। কিন্তু নেদারল্যান্ড পরে ব্যাটিং করে যা দেখাল তা এককথায় অবিশ্বাস্য। মাত্র ১৩ ওভার ৫ বলে জয় নিশ্চিত করে চলে গেল পরের রাউন্ডে। সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থেকে বিদায় নিতে হলো আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে।
ক্রিকেটের আসল উত্তেজনা বোধহয় ভারত-পাকিস্তানের ম্যাচ ছাড়া জমে ওঠে না! প্রথম রাউন্ডের ম্যাচগুলো যেখানে গ্যালারির অনেকাংশ ফাঁকা ছিল, সেখানে কাল সন্ধ্যার আগেই গ্যালারি কানায় কানায় পূর্ণ। সোনার হরিণ টিকেটের জন্য হন্যে হয়ে ছুটেছেন ক্রিকেট-পাগল দর্শকরা। অনেকে আবার এই সুযোগ কাজে লাগিয়ে একশগুণ বেশি দামেও টিকিট বিক্রি করেছেন নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে। কেউবা টিকিট না পেয়ে ক্ষোভ মিটিয়েছেন ক্রিকেট বোর্ডকে উড়ো গালি দিয়ে!
সবার লক্ষ্য একটাই, ভারত-পাকিস্তান ম্যাচ সরাসরি দেখে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা। কিন্তু যে ম্যাচ নিয়ে মাঠের বাইরে এতো উত্তেজনা, মাঠে তো প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও দেখা গেল না। অবশ্য ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানোর পরই উম্মাদনায় ভাটা পড়ে যায়। কেননা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই তো ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং। কিন্তু পাকিস্তানের ব্যাটিংয়ের পর খেলার উত্তেজনা যেন পুরোটাই নষ্ট হয়ে যায়। কেননা মোহাম্মদ হাফিজের দল মাত্র ১৩০ রানে অলআউট। ফল যা হওয়ার তাই হয়েছে। হেসেখেলে সাত উইকেটে জিতে যায় ধোনির দল। বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে জয়ী থেকেই গেল ভারত। টি-২০ বিশ্বকাপে টানা চতুর্থবার ভারতের কাছে হারল পাকিস্তান। কাল ম্যাচ শেষে দুই অধিনায়কের প্রতিক্রিয়া :
মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘দারুণ একটা ম্যাচ ছিল এটি। ব্যাটিংয়ে রোহিত ও ধাওয়ান দুর্দান্তভাবে শুরু করেছে। আর রায়না ও কোহলি চমৎকারভাবে শেষ করে। তবে ম্যাচটি হাতের নাগালে এনে দেয় কিন্তু স্পিনাররা। অমিত মিশ্র এক কথায় অসাধারণ বোলিং করেছে। পাকিস্তানের বিরুদ্ধে এমন জয় আমাদের আÍবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। তারপরেও ফিল্ডিংয়ে আমরা বেশ কয়েকটি ক্যাচ মিস করেছি। সেটা উচিত হয়নি।’ মোহাম্মদ হাফিজ বলেন, ‘ভারত আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। তাই জিতেছে। আমাদের দ্রুত উইকেট পতনের জন্য কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি। এটাই হারের প্রধান কারণ।’
শিরোনাম
- মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
- চাঁপাইনবাবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ১২ লাখ টাকার ঋণ বিতরণ
- বিশেষ শিশুদের পাশে বসুন্ধরা চক্ষু হাসপাতাল
- শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ উপ-উপাচার্যের ফেসবুক স্টোরিতে
- শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার
- ফোনে কীভাবে ভূমিকম্প অ্যালার্ট চালু করবেন?
- জাপানে ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু
- রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলা, ভয়াবহ অগ্নিকাণ্ড
- শ্রীপুরে ঘর থেকে গৃহবধূর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ
- তীব্র বর্ষণে দিল্লিতে ফ্লাইট বিলম্ব, ৪টি বাতিল
- ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল
- বলিভিয়ায় স্বর্ণ খনি ধসে নিহত ৫
- মাথার ত্বকের তৈলাক্তভাব দূর করতে যা করবেন
- জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু
- ড্রোন কেনায় দুর্নীতি, ইউক্রেনে এমপিসহ একাধিক কর্মকর্তা গ্রেফতার
- ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন
- স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৫
- রূপগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
জমল না পাকিস্তান-ভারত ম্যাচ
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর