‘বাংলাদেশি দর্শকরা যেন পাকিস্তানি পতাকা হাতে প্রবেশ না করে’ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মূল ফটক দিয়ে প্রবেশের পর নিরাপত্তাকর্মীর কাছে থাকা ওয়াকিটকি থেকে কথাগুলো ভেসে আসে। তাই কাল গ্যালারিতেও পাকিস্তান-ভারতের পতাকা খুব একটা দেখা যায়নি। তাই বলে উচ্ছ্বাসে কিন্তু ভাটা ছিল না। কেউ কপোলে, কেউবা হাতে ঠিকই ভারত-পাকিস্তানের পতাকা এঁকে নিয়েছিলেন। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই বলে কথা! যেন উত্তেজনায় কাঁপছিল শেরে বাংলা স্টেডিয়াম। কিন্তু মাঠের লড়াই জমে ওঠেনি। তবে পাক-ভারত লড়াই জমে না ওঠলেও সিলেট স্টেডিয়ামে ঠিকই আয়ারল্যান্ড-নেদারল্যান্ড ম্যাচে ঝড় উঠেছিল। শেষ ম্যাচে জয় পেলেই সুপার-টেন নিশ্চিত হয়ে যেত আইরিশদের। প্রথমে ব্যাট করে ১৮৯ রান করার পর আয়ারল্যান্ডের পরের রাউন্ড অনেকটা নিশ্চিতই হয়ে গিয়েছিল। কিন্তু নেদারল্যান্ড পরে ব্যাটিং করে যা দেখাল তা এককথায় অবিশ্বাস্য। মাত্র ১৩ ওভার ৫ বলে জয় নিশ্চিত করে চলে গেল পরের রাউন্ডে। সমান পয়েন্ট নিয়েও নেট রানরেটে পিছিয়ে থেকে বিদায় নিতে হলো আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে।
ক্রিকেটের আসল উত্তেজনা বোধহয় ভারত-পাকিস্তানের ম্যাচ ছাড়া জমে ওঠে না! প্রথম রাউন্ডের ম্যাচগুলো যেখানে গ্যালারির অনেকাংশ ফাঁকা ছিল, সেখানে কাল সন্ধ্যার আগেই গ্যালারি কানায় কানায় পূর্ণ। সোনার হরিণ টিকেটের জন্য হন্যে হয়ে ছুটেছেন ক্রিকেট-পাগল দর্শকরা। অনেকে আবার এই সুযোগ কাজে লাগিয়ে একশগুণ বেশি দামেও টিকিট বিক্রি করেছেন নিরাপত্তাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে। কেউবা টিকিট না পেয়ে ক্ষোভ মিটিয়েছেন ক্রিকেট বোর্ডকে উড়ো গালি দিয়ে!
সবার লক্ষ্য একটাই, ভারত-পাকিস্তান ম্যাচ সরাসরি দেখে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা। কিন্তু যে ম্যাচ নিয়ে মাঠের বাইরে এতো উত্তেজনা, মাঠে তো প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও দেখা গেল না। অবশ্য ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানানোর পরই উম্মাদনায় ভাটা পড়ে যায়। কেননা দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই মানেই তো ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিং। কিন্তু পাকিস্তানের ব্যাটিংয়ের পর খেলার উত্তেজনা যেন পুরোটাই নষ্ট হয়ে যায়। কেননা মোহাম্মদ হাফিজের দল মাত্র ১৩০ রানে অলআউট। ফল যা হওয়ার তাই হয়েছে। হেসেখেলে সাত উইকেটে জিতে যায় ধোনির দল। বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে জয়ী থেকেই গেল ভারত। টি-২০ বিশ্বকাপে টানা চতুর্থবার ভারতের কাছে হারল পাকিস্তান। কাল ম্যাচ শেষে দুই অধিনায়কের প্রতিক্রিয়া :
মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘দারুণ একটা ম্যাচ ছিল এটি। ব্যাটিংয়ে রোহিত ও ধাওয়ান দুর্দান্তভাবে শুরু করেছে। আর রায়না ও কোহলি চমৎকারভাবে শেষ করে। তবে ম্যাচটি হাতের নাগালে এনে দেয় কিন্তু স্পিনাররা। অমিত মিশ্র এক কথায় অসাধারণ বোলিং করেছে। পাকিস্তানের বিরুদ্ধে এমন জয় আমাদের আÍবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। তারপরেও ফিল্ডিংয়ে আমরা বেশ কয়েকটি ক্যাচ মিস করেছি। সেটা উচিত হয়নি।’ মোহাম্মদ হাফিজ বলেন, ‘ভারত আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। তাই জিতেছে। আমাদের দ্রুত উইকেট পতনের জন্য কোনো পার্টনারশিপ গড়ে ওঠেনি। এটাই হারের প্রধান কারণ।’
শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
জমল না পাকিস্তান-ভারত ম্যাচ
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর