ভেতরে গ্যালারি ফাঁকা, বাইরে উৎসুক দর্শকের ভিড়। টিকিটের জন্য হাহাকার। তবে ৪০০-৫০০ টাকা কালোবাজারিদের হাতে গুঁজে দিলেই মিলছে সোনার হরিণ নামক টিকিট। আর এ টিকিট কালোবাজারিতে জড়িয়ে পড়েছেন বিসিবি ও ক্রীড়া সংস্থার কিছু অসাধু কর্মকর্তা। বিসিবির সৌজন্যে প্রাপ্ত টিকিট সিলেটের সুধীজনকে না দিয়ে এগুলো বিক্রি করা হচ্ছে কালোবাজারে। গতকাল কালোবাজারে টিকিট বিক্রিকালে সিলেট ভেন্যুর এক টিম লিডারের গাড়িচালককে আটক করে পুলিশ। পরে বিসিবির এক কর্মকর্তা তাকে পুলিশের কাছ থেকে ফোনে ছাড়িয়ে নেন। বিশ্বকাপ শুরুর আগে থেকেই সিলেটে টিকিট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়। অনলাইনে বিশ্বকাপের টিকিট ছাড়ার কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যায় সিলেট ভেন্যুর সব ম্যাচের টিকিট। ফলে অনলাইনে চেষ্টা করেও টিকিট কিনতে পারেননি অনেকে। টিকিটের আশায় প্রতিদিনই স্টেডিয়ামসংলগ্ন কাউন্টারে ভিড় জমাতেন টিকিটপ্রত্যাশীরা। তবে তাদের অনেককেই ফিরতে হতো হতাশ হয়ে। সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে সে সময় সংশ্লিষ্টদের পক্ষ থেকে টিকিটপ্রত্যাশীদের জানানো হয়। গতকাল সকালে জিম্বাবুয়ে ও আরব আমিরাতের খেলা চলাকালে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে দেখা যায় গ্যালারি প্রায় ফাঁকা। অথচ প্রধান ফটকের সামনে টিকিটের জন্য লোকজন জটলা বেঁধে আছেন। কয়েকজন কালোবাজারি বিসিবির সৌজন্যে প্রাপ্ত টিকিট বিক্রি করছেন। তারা প্রতিটি টিকিটের দাম হাঁকছেন ৫০০ টাকা। এদিকে, দিনের দ্বিতীয় খেলা আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডের ম্যাচ শুরুর আগে বেলা ২টার দিকে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট কাটতে যান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা জৈন্তাপুরের মাসুদ আহমদ ও তার চার বন্ধু। কাউন্টারে টিকিট না পেয়ে তারা আবু নামে এক কালোবাজারির দ্বারস্থ হন। আবু পাঁচটি টিকিটের দাম ২ হাজার টাকা হাঁকেন। শেষ পর্যন্ত দরকষাকষি করে টিকিটের মূল্য ১ হাজার ৬০০ টাকায় নির্ধারণ করা হয়। আবু তার সঙ্গে থাকা এক সহযোগীর কাছ থেকে টিকিট এনে দেওয়ার সময় পুলিশ তাকে জাপটে ধরে। এ সময় আবুর সহযোগী পালিয়ে যান। পুলিশের হাতে আটকের পর আবু স্বীকার করেন তিনি সিলেট ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু লিডার হোসাইন আহমদ সামুর গাড়িচালক। খেলার প্রথম দিন থেকে তিনি বিসিবির সৌজন্যে প্রাপ্ত টিকিট কালোবাজারে বিক্রি করছেন।
শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
বিসিবির সৌজন্য টিকিট কালোবাজারে!
শাহ্ দিদ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর