ভেতরে গ্যালারি ফাঁকা, বাইরে উৎসুক দর্শকের ভিড়। টিকিটের জন্য হাহাকার। তবে ৪০০-৫০০ টাকা কালোবাজারিদের হাতে গুঁজে দিলেই মিলছে সোনার হরিণ নামক টিকিট। আর এ টিকিট কালোবাজারিতে জড়িয়ে পড়েছেন বিসিবি ও ক্রীড়া সংস্থার কিছু অসাধু কর্মকর্তা। বিসিবির সৌজন্যে প্রাপ্ত টিকিট সিলেটের সুধীজনকে না দিয়ে এগুলো বিক্রি করা হচ্ছে কালোবাজারে। গতকাল কালোবাজারে টিকিট বিক্রিকালে সিলেট ভেন্যুর এক টিম লিডারের গাড়িচালককে আটক করে পুলিশ। পরে বিসিবির এক কর্মকর্তা তাকে পুলিশের কাছ থেকে ফোনে ছাড়িয়ে নেন। বিশ্বকাপ শুরুর আগে থেকেই সিলেটে টিকিট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়। অনলাইনে বিশ্বকাপের টিকিট ছাড়ার কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যায় সিলেট ভেন্যুর সব ম্যাচের টিকিট। ফলে অনলাইনে চেষ্টা করেও টিকিট কিনতে পারেননি অনেকে। টিকিটের আশায় প্রতিদিনই স্টেডিয়ামসংলগ্ন কাউন্টারে ভিড় জমাতেন টিকিটপ্রত্যাশীরা। তবে তাদের অনেককেই ফিরতে হতো হতাশ হয়ে। সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে সে সময় সংশ্লিষ্টদের পক্ষ থেকে টিকিটপ্রত্যাশীদের জানানো হয়। গতকাল সকালে জিম্বাবুয়ে ও আরব আমিরাতের খেলা চলাকালে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে দেখা যায় গ্যালারি প্রায় ফাঁকা। অথচ প্রধান ফটকের সামনে টিকিটের জন্য লোকজন জটলা বেঁধে আছেন। কয়েকজন কালোবাজারি বিসিবির সৌজন্যে প্রাপ্ত টিকিট বিক্রি করছেন। তারা প্রতিটি টিকিটের দাম হাঁকছেন ৫০০ টাকা। এদিকে, দিনের দ্বিতীয় খেলা আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডের ম্যাচ শুরুর আগে বেলা ২টার দিকে সিলেট ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে টিকিট কাটতে যান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা জৈন্তাপুরের মাসুদ আহমদ ও তার চার বন্ধু। কাউন্টারে টিকিট না পেয়ে তারা আবু নামে এক কালোবাজারির দ্বারস্থ হন। আবু পাঁচটি টিকিটের দাম ২ হাজার টাকা হাঁকেন। শেষ পর্যন্ত দরকষাকষি করে টিকিটের মূল্য ১ হাজার ৬০০ টাকায় নির্ধারণ করা হয়। আবু তার সঙ্গে থাকা এক সহযোগীর কাছ থেকে টিকিট এনে দেওয়ার সময় পুলিশ তাকে জাপটে ধরে। এ সময় আবুর সহযোগী পালিয়ে যান। পুলিশের হাতে আটকের পর আবু স্বীকার করেন তিনি সিলেট ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু লিডার হোসাইন আহমদ সামুর গাড়িচালক। খেলার প্রথম দিন থেকে তিনি বিসিবির সৌজন্যে প্রাপ্ত টিকিট কালোবাজারে বিক্রি করছেন।
শিরোনাম
- মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
- চাঁপাইনবাবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ১২ লাখ টাকার ঋণ বিতরণ
- বিশেষ শিশুদের পাশে বসুন্ধরা চক্ষু হাসপাতাল
- শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ উপ-উপাচার্যের ফেসবুক স্টোরিতে
- শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার
- ফোনে কীভাবে ভূমিকম্প অ্যালার্ট চালু করবেন?
- জাপানে ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু
- রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলা, ভয়াবহ অগ্নিকাণ্ড
- শ্রীপুরে ঘর থেকে গৃহবধূর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ
- তীব্র বর্ষণে দিল্লিতে ফ্লাইট বিলম্ব, ৪টি বাতিল
- ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল
- বলিভিয়ায় স্বর্ণ খনি ধসে নিহত ৫
- মাথার ত্বকের তৈলাক্তভাব দূর করতে যা করবেন
- জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু
- ড্রোন কেনায় দুর্নীতি, ইউক্রেনে এমপিসহ একাধিক কর্মকর্তা গ্রেফতার
- ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন
- স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৫
- রূপগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার