বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের কথা উঠলে ক্রিকেট প্রসঙ্গ ওঠে আসবে। কদিন আগে দুই দেশের সিরিজ শেষ হয়েছে। এখন আবার চলছে টি-২০ বিশ্বকাপ। না ক্রিকেট নয়, আজ বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে হকিতে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান গেমসে হকিতে সুযোগ পাওয়ার বাছাই পর্ব লড়াই হচ্ছে মওলানা ভাসানী স্টেডিয়ামে। শীর্ষ ছয় দল সুযোগ পাবে বলে বাংলাদেশের এশিয়ান গেমস খেলা নিশ্চিত হয়েছে। কিন্তু চয়নদের লক্ষ্য চ্যাম্পিয়ন হয়ে গেমসে নামা। শিরোপার পথে যেতে বাংলাদেশ আজ সেমিফাইনালে লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যদিকে আরেক সেমিতে খেলবে ওমান ও সিঙ্গাপুর। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল।