বিশ্বকাপ বলে কথা! পাকিস্তানের বিরুদ্ধে যেখানে অজেয় ভারত। সপ্তাহ দুয়েক আগে একই মাঠে এশিয়াকাপের ম্যাচে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপে অন্য এক ভারত। গতকাল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি পাকিস্তান। সহজেই ৭ উইকেটে জিতে যায় মহেন্দ্র সিং ধোনির দল। মূলত প্রথমে ব্যাটিং করার পরই ব্যাটফুটে চলে যায় হাফিজরা। ১৩০ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। যে শহীদ আফ্রিদির দিকে তাকিয়ে ছিলেন পাক অধিনায়ক সে বুম বুমও ব্যর্থ। দুই অঙ্কের কোটাতেই পৌঁছাতে পারেননি। তারপর একের পর এক ফিল্ডিং মিস তো ছিলই। যে ম্যাচ নিয়ে মাঠের বাইরে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি, সেই ম্যাচে মাঠে প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও ছিল না। একপেশে আধিপত্য দেখিয়েছে ভারতীয়রা। টস জয় থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই কাল ছিল ধোনিদের দাপট। দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় স্পিনাররা। কাল সংবাদ সম্মেলনে ম্যাচসেরা তারকা ভারতীয় স্পিনার অমিত মিশ্র বলেন, ‘আমাদের পরিকল্পনা কাজে লেগেছে। আমরা চেয়েছিলাম মাঠে সব সময় ইতিবাচক ক্রিকেট খেলব। তা-ই করেছি। যদিও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অনেক চাপ থাকে। তবে জিতে অনেক ভালো লাগছে।’ মূলত ভারতীয় স্পিনারদের কাছেই হেরে গেছে পাকিস্তান। ওঝা ৪ ওভার বল করে ২২ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। নিজের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইপিএলকে সাধুবাদ জানালেন ভারতীয় এই স্পিনার। মিশ্র বলেন, ‘আমি সব সময় চিন্তা করেছি কীভাবে উইকেট পাওয়া যায়। পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। কোচ এবং অধিনায়ক ধোনি আমাকে দারুণভাবে সহযোগিতা করেছে। তা ছাড়া আইপিএলের কারণেও আমি ভালো করেছি। কেননা ওই টুর্নামেন্টে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন। তাদের সঙ্গে খেলে অভিজ্ঞতার ঝুলিটা আরও পাকাপোক্ত হয়েছে।’ আসলে ব্যাটিং করার পরই ম্যাচ পাকিস্তানের হাতছাড়া হয়ে যায়। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে বোলাররা লড়াই করার পুঁজি পায়নি। তাই শেষ পর্যন্ত ম্যাচটিও আর জমে ওঠেনি। ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের সামনে পাকিস্তানের দেওয়া ১৩১ রানের টার্গেটকে হাস্যকরই মনে হয়েছে। তবে এই হারকে দুর্ভাগ্য বলেই মেনে নিলেন হাফিজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের বড় কোনো জুটি গড়ে ওঠেনি। তা ছাড়া টস হারাটাই আমাদেরকে পিছিয়ে দিয়েছে। শিশিরের কারণে আমাদের বোলিং করতে সমস্যা হয়েছে। আর ব্যাটিংয়ে যে আফ্রিদির ওপর অনেক ভরসা ছিল তিনি ভালো করতে পারেননি। সব মিলে দিনটি খারাপ ছিল আমাদের জন্য।’
শিরোনাম
- মুসলিম ঐক্যের ডাক ইরানি প্রেসিডেন্টের
- চাঁপাইনবাবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ১২ লাখ টাকার ঋণ বিতরণ
- বিশেষ শিশুদের পাশে বসুন্ধরা চক্ষু হাসপাতাল
- শিক্ষক নিয়োগে জামায়াতের সাবেক এমপির সুপারিশ উপ-উপাচার্যের ফেসবুক স্টোরিতে
- শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে একজন গ্রেফতার
- ফোনে কীভাবে ভূমিকম্প অ্যালার্ট চালু করবেন?
- জাপানে ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু
- রাশিয়ার তেল ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলা, ভয়াবহ অগ্নিকাণ্ড
- শ্রীপুরে ঘর থেকে গৃহবধূর পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ
- রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ
- তীব্র বর্ষণে দিল্লিতে ফ্লাইট বিলম্ব, ৪টি বাতিল
- ইতিহাসের নির্মম হত্যাযজ্ঞের সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল
- বলিভিয়ায় স্বর্ণ খনি ধসে নিহত ৫
- মাথার ত্বকের তৈলাক্তভাব দূর করতে যা করবেন
- জাপান সাগরে চীন ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া শুরু
- ড্রোন কেনায় দুর্নীতি, ইউক্রেনে এমপিসহ একাধিক কর্মকর্তা গ্রেফতার
- ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন
- স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৫
- রূপগঞ্জে যুবদল নেতা হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার
‘পরিকল্পনা কাজে লেগেছে’
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর