বিশ্বকাপ বলে কথা! পাকিস্তানের বিরুদ্ধে যেখানে অজেয় ভারত। সপ্তাহ দুয়েক আগে একই মাঠে এশিয়াকাপের ম্যাচে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপে অন্য এক ভারত। গতকাল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি পাকিস্তান। সহজেই ৭ উইকেটে জিতে যায় মহেন্দ্র সিং ধোনির দল। মূলত প্রথমে ব্যাটিং করার পরই ব্যাটফুটে চলে যায় হাফিজরা। ১৩০ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। যে শহীদ আফ্রিদির দিকে তাকিয়ে ছিলেন পাক অধিনায়ক সে বুম বুমও ব্যর্থ। দুই অঙ্কের কোটাতেই পৌঁছাতে পারেননি। তারপর একের পর এক ফিল্ডিং মিস তো ছিলই। যে ম্যাচ নিয়ে মাঠের বাইরে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি, সেই ম্যাচে মাঠে প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও ছিল না। একপেশে আধিপত্য দেখিয়েছে ভারতীয়রা। টস জয় থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই কাল ছিল ধোনিদের দাপট। দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় স্পিনাররা। কাল সংবাদ সম্মেলনে ম্যাচসেরা তারকা ভারতীয় স্পিনার অমিত মিশ্র বলেন, ‘আমাদের পরিকল্পনা কাজে লেগেছে। আমরা চেয়েছিলাম মাঠে সব সময় ইতিবাচক ক্রিকেট খেলব। তা-ই করেছি। যদিও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অনেক চাপ থাকে। তবে জিতে অনেক ভালো লাগছে।’ মূলত ভারতীয় স্পিনারদের কাছেই হেরে গেছে পাকিস্তান। ওঝা ৪ ওভার বল করে ২২ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। নিজের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইপিএলকে সাধুবাদ জানালেন ভারতীয় এই স্পিনার। মিশ্র বলেন, ‘আমি সব সময় চিন্তা করেছি কীভাবে উইকেট পাওয়া যায়। পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। কোচ এবং অধিনায়ক ধোনি আমাকে দারুণভাবে সহযোগিতা করেছে। তা ছাড়া আইপিএলের কারণেও আমি ভালো করেছি। কেননা ওই টুর্নামেন্টে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন। তাদের সঙ্গে খেলে অভিজ্ঞতার ঝুলিটা আরও পাকাপোক্ত হয়েছে।’ আসলে ব্যাটিং করার পরই ম্যাচ পাকিস্তানের হাতছাড়া হয়ে যায়। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে বোলাররা লড়াই করার পুঁজি পায়নি। তাই শেষ পর্যন্ত ম্যাচটিও আর জমে ওঠেনি। ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের সামনে পাকিস্তানের দেওয়া ১৩১ রানের টার্গেটকে হাস্যকরই মনে হয়েছে। তবে এই হারকে দুর্ভাগ্য বলেই মেনে নিলেন হাফিজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের বড় কোনো জুটি গড়ে ওঠেনি। তা ছাড়া টস হারাটাই আমাদেরকে পিছিয়ে দিয়েছে। শিশিরের কারণে আমাদের বোলিং করতে সমস্যা হয়েছে। আর ব্যাটিংয়ে যে আফ্রিদির ওপর অনেক ভরসা ছিল তিনি ভালো করতে পারেননি। সব মিলে দিনটি খারাপ ছিল আমাদের জন্য।’
শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
‘পরিকল্পনা কাজে লেগেছে’
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর