বিশ্বকাপ বলে কথা! পাকিস্তানের বিরুদ্ধে যেখানে অজেয় ভারত। সপ্তাহ দুয়েক আগে একই মাঠে এশিয়াকাপের ম্যাচে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। কিন্তু বিশ্বকাপে অন্য এক ভারত। গতকাল মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি পাকিস্তান। সহজেই ৭ উইকেটে জিতে যায় মহেন্দ্র সিং ধোনির দল। মূলত প্রথমে ব্যাটিং করার পরই ব্যাটফুটে চলে যায় হাফিজরা। ১৩০ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। কোনো ব্যাটসম্যানই সুবিধা করতে পারেননি। যে শহীদ আফ্রিদির দিকে তাকিয়ে ছিলেন পাক অধিনায়ক সে বুম বুমও ব্যর্থ। দুই অঙ্কের কোটাতেই পৌঁছাতে পারেননি। তারপর একের পর এক ফিল্ডিং মিস তো ছিলই। যে ম্যাচ নিয়ে মাঠের বাইরে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি, সেই ম্যাচে মাঠে প্রতিদ্বন্দ্বিতার ছিটেফোঁটাও ছিল না। একপেশে আধিপত্য দেখিয়েছে ভারতীয়রা। টস জয় থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই কাল ছিল ধোনিদের দাপট। দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় স্পিনাররা। কাল সংবাদ সম্মেলনে ম্যাচসেরা তারকা ভারতীয় স্পিনার অমিত মিশ্র বলেন, ‘আমাদের পরিকল্পনা কাজে লেগেছে। আমরা চেয়েছিলাম মাঠে সব সময় ইতিবাচক ক্রিকেট খেলব। তা-ই করেছি। যদিও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অনেক চাপ থাকে। তবে জিতে অনেক ভালো লাগছে।’ মূলত ভারতীয় স্পিনারদের কাছেই হেরে গেছে পাকিস্তান। ওঝা ৪ ওভার বল করে ২২ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। নিজের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইপিএলকে সাধুবাদ জানালেন ভারতীয় এই স্পিনার। মিশ্র বলেন, ‘আমি সব সময় চিন্তা করেছি কীভাবে উইকেট পাওয়া যায়। পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছি। কোচ এবং অধিনায়ক ধোনি আমাকে দারুণভাবে সহযোগিতা করেছে। তা ছাড়া আইপিএলের কারণেও আমি ভালো করেছি। কেননা ওই টুর্নামেন্টে বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন। তাদের সঙ্গে খেলে অভিজ্ঞতার ঝুলিটা আরও পাকাপোক্ত হয়েছে।’ আসলে ব্যাটিং করার পরই ম্যাচ পাকিস্তানের হাতছাড়া হয়ে যায়। ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে বোলাররা লড়াই করার পুঁজি পায়নি। তাই শেষ পর্যন্ত ম্যাচটিও আর জমে ওঠেনি। ভারতের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের সামনে পাকিস্তানের দেওয়া ১৩১ রানের টার্গেটকে হাস্যকরই মনে হয়েছে। তবে এই হারকে দুর্ভাগ্য বলেই মেনে নিলেন হাফিজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের বড় কোনো জুটি গড়ে ওঠেনি। তা ছাড়া টস হারাটাই আমাদেরকে পিছিয়ে দিয়েছে। শিশিরের কারণে আমাদের বোলিং করতে সমস্যা হয়েছে। আর ব্যাটিংয়ে যে আফ্রিদির ওপর অনেক ভরসা ছিল তিনি ভালো করতে পারেননি। সব মিলে দিনটি খারাপ ছিল আমাদের জন্য।’
শিরোনাম
- শ্রমিকদের ন্যায্য আদায়ের লড়াইয়ে পাশে আছে বিএনপি : আমীর খসরু
- শেয়ারমূল্য পড়ে যাচ্ছে, টেসলা খুঁজছে নতুন সিইও
- আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস
- মেসেঞ্জারে ভুল মেসেজ পাঠিয়ে ফেলেছেন? মাত্র ১৫ মিনিটে বাঁচার উপায়!
- আবারও ব্যাট-বল নিয়ে মাঠে নামছেন শোবিজ তারকারা
- চ্যাটজিপিটির পরামর্শে মামলায় জিতলেন তরুণ
- গ্রিনকার্ড থাকলেই নিশ্চিন্ত নন, যুক্তরাষ্ট্রে শুরু নতুন নজরদারি
- পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রামে ভারতীয়দের প্রবেশ নিষেধ!
- আমরা শ্রমিকবান্ধব একটি সরকার চাই : মাসুদ সাঈদী
- রাবনাবাদ নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
- দেশজুড়ে অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১১৩৭
- মৃত্যুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ!
- “রাত না কাটালে বাদ!” অঞ্জনার বিস্ফোরক স্বীকারোক্তি
- উত্তেজনা বাড়িয়ে ভারত সীমান্তে পাকিস্তানের পূর্ণমাত্রার সামরিক মহড়া
- ছাদ থেকে পড়ে কলেজ ছাত্রী আহত
- করিডর দেয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে : তারেক রহমান
- দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান মির্জা ফখরুলের
- ফেনীতে মে দিবসে আলোচনা সভা
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- দিনাজপুরে র্যালি-আলোচনায় প্রাণবন্ত মে দিবস
‘পরিকল্পনা কাজে লেগেছে’
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর