মায়ামি ওপেনে প্রত্যাশা অনুযায়ী জয় দিয়েই শুরু করলেন রজার ফেদেরার৷ শুক্রবার প্রথম রাউন্ডের ম্যাচে ইভো কার্লোভিচের বিরুদ্ধে তিনি জিতলেন ৬-৪, ৭-৬ স্ট্রেট সেটে৷ দ্বিতীয় সেট টাইব্রেকার পর্যন্ত গড়িয়েছিল। তবে ম্যাচ জিততে কোনও সমস্যায় পড়তে হয়নি ফেদেরারকে৷
ফেদেরার এই নিয়ে ১২বার কার্লোভিচের মুখোমুখি হয়ে ১১ বারই জয় পেলেন৷ তবে শুক্রবারের ম্যাচে অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই দিতে সফল ক্রোয়েশিয়ান কার্লোভিচ৷ গতবছর পিঠের চোটের জন্য খেলেননি মায়ামি ওপেনে৷ তবে এবার টুর্নামেন্ট ভালভাবেই শুরু করলেন সুইস মহাতারকা৷