যশোর গল্ফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট-২০১৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন যশোর অঞ্চলের এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন, গ্রুপের অ্যাডভাইজার পাবলিক রিলেশন ও হেড অব এএইচআর লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহিদ।
এছাড়াও অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উচ্চপদস্থ সামরিক ব্যক্তিবর্গসহ গলফ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্টে ১৮ জন জুনিয়র ও ১৫ জন নারীসহ মোট ৭৮ জন গলফার অংশগ্রহণ করছেন।