শেন জার্গেনসন হঠাৎ করেই পদত্যাগ করেন ২৮ এপ্রিল। তার পদত্যাগের পর থেকেই কোচ খোঁজা শুরু করে বিসিবি। ক্রিকেট পরিচালকদের অনেকের মতে জার্গেনসনের পদত্যাগের আগে থেকেই কোচ খুঁজছিল বিসিবি। টি-২০ বিশ্বকাপ চলাকালীন পরিচালকরা যোগাযোগ করছিলেন বিশ্বের বিভিন্ন হাইপ্রোফাইল কোচদের সঙ্গে। এদের মধ্যে ছিলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চন্ডিকা হাতুরাসিংহে। যিনি বর্তমানে নিউ সাউথ ওয়েলসের কোচ। তার সঙ্গে বিসিবির আলাপ-আলোচনা এখন প্রায় শেষ। বাকি শুধু চুক্তি সম্পাদন। সেটা আগামী মঙ্গলবার হবে বলেই জানিয়েছেন বিসিবির পাঁচ সদস্যের কোচ সন্ধান কমিটির এক সদস্য। সুতরাং আগামী দুই বছরের জন্য মুশফিকুর রহিমরা পেতে যাচ্ছেন হাতুরাসিংহকে। তার চুক্তির মেয়াদ হবে ২০১৪ সালের ১ জুলাই থেকে ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত। মাসিক বেতন প্রায় ২৫ হাজার ডলার। হাতুরাসিংহে টাইগারদের কোচ হচ্ছেন, সংবাদটি ১০ দিন আগে বাংলাদেশ প্রতিদিনে ছাপা হয়েছিল।
এর আগে ভারতীয় ও পাকিস্তানি কোচ ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। নব্বই দশকের শুরুতে মুদাসসর নজর এসেছিলেন স্বল্প সময়ের জন্য। তার আগে এসেছিলেন আরেক পাকিস্তানি মোহাম্মদ ফারুক। ভারতের মহিন্দার অমরনাথ কোচ ছিলেন ১৯৯৪ সালে আইসিসি ট্রফি দলের। এই প্রথম কোনো শ্রীলঙ্কান কোচ হচ্ছেন জাতীয় দলের। যদিও শ্রীলঙ্কায় জন্মগ্রহণকারী ডেভ হোয়াটমোর ২০০৩-২০০৭ সাল পর্যন্ত কোচ ছিলেন টাইগারদের। কিন্তু হোয়াটমোর নাগরিক অস্ট্রেলিয়ার। সে হিসেবে হাতুরাসিংহেই প্রথম শ্রীলঙ্কান। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসসের কোচ। তার কোচিংয়ে খেলছেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক মাইকেল ক্লার্ক, শেন ওয়াটসন, ডেবিড ওয়ার্নার, মিচেল স্টার্কদের মতো ক্রিকেটার। সুতরাং এই লঙ্কান একজন হেভিওয়েট কোচ কোনো সন্দেহ নেই। শ্রীলঙ্কার পক্ষে ২৬ টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলেছেন তিনি। হাতুরাসিংহের বিষয়টি নিশ্চিত করেছেন কোচ সন্ধানকারী কমিটির এক সদস্য। তবে 'চুক্তি হওয়ার আগ পর্যন্ত স্পষ্ট করে হাতুরাসিংহে কোচ, এটা বলা ঠিক হবে না। আমরা আশা করছি আগামী মঙ্গলবার তিনি চুক্তিপত্রে স্বাক্ষর করবেন।'