উয়েফা ফাইন্যান্সাল ফেয়ার প্লে নীতিমালা অনুসরণ করতে ব্যর্থ হওয়ায় চলতি মৌসুমে ইংলিশ লীগের শিরোপাধারী ম্যানচেস্টার সিটিকে ৪৯ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে। তবে এর মধ্যে ৩২ মিলিয়ন পাউন্ড জরিমানা স্থগিত করা হয়েছে। এছাড়া আগামী ইংলিশ মৌসুমের জন্য দলটি মাত্র ২১ জনের স্কোয়াড ঘোষণা করতে পারবে বলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ফাইন্যান্সাল ফেয়ার প্লে নীতিমালা ভঙ্গ করায় ম্যানসিটির বিরুদ্ধে আরো একটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় এবারের গ্রীষ্মে দলটি খেলোয়াড়দের উপর মাত্র ৪৯ মিলিয়ন পাউন্ড খরচ করতে পারবে। এবং খেলোয়াড়দের ট্রান্সফার ফি বাবদও দলটি ৪৯ মিলিয়ন পাউন্ডের বেশি গ্রহণ করতে পারবে না। এছাড়া ২০১৪-১৫ মৌসুমের জন্যও খেলোয়াড়দের বেতন চলতি মৌসুমের মতো একই রাখতে হবে।
মোট আটটি দলকে ফাইন্যান্সাল ফেয়ার প্লে নীতিমালা অনুসরণ করতে ব্যর্থ হওয়ায় জরিমানা করেছে উয়েফা। এর মধ্যে প্যারিস সেইন্ট জার্মান ক্লাবকেও ম্যানসিটির মতো একই পরিমাণ আর্থিক জরিমানা ও খেলোয়াড়দের সংখ্যার বিষয়ে একই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        