ওভালে ভারত-ইংল্যান্ড পঞ্চম তথা শেষ টেস্ট টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক। এদিকে চোট সারিয়ে দলে ফিরেলেন ভারতের ইশান্ত শর্মা। পঙ্কজ সিংয়ের জায়গায় দলে জায়গা পেলেন তিনি।
ওভাল টেস্টে পাঁচ বোলার নিয়ে খেলছে সফরকারী ভারত। ইশান্ত ছাড়াও ভারতীয় দলে আরো একটি পরিবর্তন হয়েছে। বাঁ-হাতি স্পিনার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজার পরিবর্তে খেলছেন পেসার-অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি। ইংল্যান্ড দলে কোনো পরিবর্তন আসেনি। ম্যানচেস্টারে যারা খেলেছে তারাই দলে রয়েছেন। নাকে সেলাই নিয়েই ওভালের গুরুত্বপূর্ণ টেস্টে মাঠে নেমেছেন ইংল্যান্ড পেসার স্টুয়ার্ট ব্রড। ম্যানচেস্টারে প্রথম ইনিংসে ব্যাট করার সময় বরুণ অ্যারনের বাউন্সারে নাক ফেটে গিয়েছিল ব্রডের।
আজ সকালের দিকে হালকা বৃষ্টিতে আউটফিল্ড ভিজা থাকায় নির্ধারিত সময়ে টস হয়নি। টানা দুই টেস্ট হেরে পাঁচ ম্যাচের সিরিজে ১-২ তে পিছিয়ে অাছে ভারত। ওভাল টেস্টে ড্র করলেই সিরিজ জিতবে স্বাগতিকরা। তবে শেষ টেস্ট জিতে সিরিজ ড্র করতে মরিয়া ভারত।