আর্জেন্টিনার নতুন কোচ জেরার্ডো মার্টিনো জাতীয় দলের দায়িত্ব নেয়ার পর কপাল খুলতে পারে কার্লোস তেভেজের। জাতীয় দলে ফিরতে পারেন জুভেন্টাসের এ খেলোয়াড়। এমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে। আলেসান্দ্রো সাবেল্লার পরিবর্তে সম্প্রতি জাতীয় দলের কোচের দায়িত্ব নিয়েছেন মার্টিনো। তিনি সকলকেই জাতীয় দলে সুযোগ দিতে চাইছেন। তার কাছে কেউ ব্রাত্য নয়।
তেভেজকে আবার দলে ডাকা হতে পারে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লিওনেল মেসিদের নতুন কোচ মার্টিনো বলেন, “আর্জেন্টিনার সব খেলোয়াড়ের জন্যই দরজা খোলা রয়েছে। মার্টিনোর এই মন্তব্যের পরেই আশার সঞ্চার হয়েছে তেভেজ ও তার ভক্তদের।
কার্লোস তেভেজ আর্জেন্টিনার জার্সি গায়ে শেষ ম্যাচ খেলেছিলেন ২০১১ সালে। সাবেল্লার সময় ব্রাত্যই থাকতে হয়েছিল এই ফরোয়ার্ডকে। ইউরোপিয়ান ফুটবলের গত মৌসুমে জুভেন্টাসের জার্সি গায়ে দারুণ পারফরম্যান্স দেখালেও ডাক পাননি বিশ্বকাপ দলে।
বিশ্বকাপে তেভেজকে দলে নেয়ার জন্য হইচই হয়েছিল আর্জেন্টিনায়। তাতেও কর্ণপাত করেননি সাবেল্লা। তবে তার বিদায়ের পর হয়তো আবার আন্তর্জাতিক ফুটবলে দেখা যেতে পারে তেভেজকে।
আগামী মাসের প্রথম সপ্তাহে জার্মানির বিপক্ষে একটি প্রীতি ম্যাচ দিয়ে শুরু হবে মার্টিনোর আর্জেন্টিনা অধ্যায়ের এই ম্যাচের জন্য আর্জেন্টিনার কোচ তেভেজকে ডাকেন কিনা এখন সেটাই দেখার বিষয়।