কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) সুয়ারেজের নিষেধাজ্ঞা বহাল রেখেছে। তবে তাকে অনুশীলন করা এবং প্রীতি ম্যাচে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে। এই অনুমতির পর পরই গতকাল প্রথমবারের মতো মেসি-নেইমারদের সঙ্গে অনুশীলনে নেমেছিলেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। সোমবার বার্সেলোনার জার্সিতে অভিষেকও হবে তার। এর আগেই ভক্তদের সামনে নিজেদের জার্সিতে ক্লাবের পক্ষ থেকে উপস্থাপন করা হবে সুয়ারেজকে। বার্সার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 'সোমবারে সুয়ারেজকে বার্সেলোনার ফুটবলার হিসেবে জনসমক্ষে উপস্থাপন করা হবে।' সোমবার মেঙ্কিান ক্লাব লিওনের বিপক্ষে ন্যু ক্যাম্পে এক প্রীতি ম্যাচ খেলতে নামবে কাতালানরা। লা লিগায় মাঠে নামার আগে এটাই বার্সেলোনার শেষ প্রীতি ম্যাচ। ২৪ আগস্ট ন্যু ক্যাম্পে এলচের মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছেন মেসিরা।