আবদুর রাজ্জাক রাজের ক্যারিয়ার তাহলে শেষ? ওয়েস্ট ইন্ডিজই তার শেষ আন্তর্জাতিক সফর! কিছুই বলতে চাইলেন না প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জন, কোচ চণ্ডিকা হাতুরাসিংহের গুডবুকে নেই রাজ্জাকের নাম। ক্যারিবিয়া সফরে রাজ্জাকের উপর আস্থা রাখতে পারছেন না টিম ম্যানেজম্যান্ট। তাই জরুরিভিত্তিতে চেয়ে পাঠিয়েছেন একজন বাঁ-হাতি স্পিনার। টিম ম্যানেজম্যান্টের ইচ্ছাতেই গতকাল রাতে ওয়েস্ট ইন্ডিজ রওনা হয়েছেন তাইজুল ইসলাম। তাকে নেওয়া হয়েছে মূলত টেস্ট সিরিজকে সামনে রেখে। প্রধান নির্বাচক অবশ্য জানিয়েছেন, ২৭ আগস্ট একমাত্র টি-২০ ম্যাচটিতে খেলবেন তাইজুল। ওয়ানডে সিরিজ ও টি-২০ ম্যাচ যে দল খেলছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে, টেস্ট সিরিজের জন্য সেখান থেকে দেশে ফেরত পাঠানো হবে চারজনকে। তাদের পরিবর্তে যাবে চারজন। টেস্ট সিরিজ খেলতে তাইজুল ছাড়াও ২৬ আগস্ট দ্বীপপুঞ্জে যাবেন পেসার রবিউল ইসলাম শিবলু, শফিউল ইসলাম সুহাস ও মিডল অর্ডার ব্যাটসম্যান শুভাগত হোম। টি-২০ ম্যাচ খেলে ফিরে আসবেন মাশরাফি বিন মর্তুজা. তাসকিন আহমেদ, মো. মিঠুন ও আবদুর রাজ্জাক রাজ। গতকাল রাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জেতার অবস্থা তৈরি করেও হেরে যায় প্রথম ওয়ানডেতে। আসলে হেরেছিল দিনেশ রামদিন ও কিয়েরন পোলার্ডের ব্যাটিং তাণ্ডবে। ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলকে জয়ের বন্দরে নিয়ে গিয়েছিলেন দুজনে ষষ্ঠ উইকেট জুটিতে ১৪৫ রানের রেকর্ড গড়ে। সেদিন দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে অসহায় মনে হয়েছে টাইগার বোলারদের। অভাব বুঝা গেছে একজন বাঁ-হাতি স্পিনারের। অথচ রাজ্জাক ও মুমিনুল বসে ছিলেন সাজঘরে।
১৩ আগস্ট ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার সময় প্রধান নির্বাচক জানিয়েছিলেন, টেস্ট সিরিজে নতুন কয়েকজন ক্রিকেটার পাঠানো হবে। সে হিসেবেই যাবেন চার ক্রিকেটার। দুজন ডানহাতি পেসার এবং একজন বাঁ-হাতি স্পিনার ও অন্যজন মিডল অর্ডার ব্যাটসম্যান। চার ক্রিকেটারকে পাঠানোর বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘ঘরোয়া মৌসুমে তারা ভালো খেলেছেন। আগে জানিয়েছিলাম, টেস্টে খেলবেন না মাশরাফি ও তাসকিন। তাদের জায়গায় পাঠানো হচ্ছে দুই পেসার। তাইজুল বাংলাদেশ ‘এ’ দলের হয়ে কিছুদিন আগে খেলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজে। সেখানে ভালো খেলেছেন। শুভাগতকে পাঠানো হচ্ছে মিডল অর্ডারকে শক্তিশালী করতে।’ এ দলের হয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাইজুল দুটি চারদিনের ম্যাচে উইকেট নিয়েছেন ৯টি। কাল ঢাকা ছাড়ার আগে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি মনে করি সফরটা আমার জন্য ভালো হবে। আমি চেষ্টা করব আমার পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভালো খেলতে।’ নিষিদ্ধ থাকায় ওয়েস্ট ইন্ডিজ যাননি বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গাটা পূরণের চেষ্টা চলছে। তাইজুলকে পাঠানো হচ্ছে সেজন্যই। বোলিংয়ে বৈচিত্র্য আছে বলে সাফল্যের বিষয়ে আÍবিশ্বাসী বাঁ-হাতি এ স্পিনার, ‘আমার বোলিংয়ে বৈচিত্র্য রয়েছে। তবে আমার মূল অস্ত্র লাইন লেন্থ। এসব ধরে রাখতে পারলে সাফল্য পাব।’ ২৭ আগস্ট টি-২০ ম্যাচ খেলেই ঢাকায় রওনা দিবেন চার ক্রিকেটার। টেস্ট সিরিজ খেলতে ২৬ আগস্ট যাবেন তাইজুল ছাড়া বাকি তিন ক্রিকেটার। দুই টেস্ট সিরিজের প্রথমটি কিংস্টোনে ৫-৯ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি ১৩-১৭ সেপ্টেম্বর সেন্ট লুসিয়ায়।
শিরোনাম
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
- বগুড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
- ইতিহাসে দীর্ঘতম হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের শাটডাউন
- ভাল্লুকের আক্রমণ ঠেকাতে সেনা মোতায়েন করল জাপান
- ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : ডা. জাহিদ
- ‘আরবান ট্রি মিউজিয়াম’, ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ গড়ে তুলছে ডিএনসিসি
টেস্ট দলে শুভাগত শফিউল রবিউল তাইজুল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর