একসময় ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা। খেলেছেন ৯ টেস্ট, ৫৫ ওয়ানডে ও ৫টি টি-২০। এখন দলের বাইরে। ফিরতে কঠোর পরিশ্রম করছেন। আশা করছেন ফেরার। বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজে। পাঁচ বছর আগে সফর করেছিলেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেই অভিজ্ঞতা থেকে বলেছেন, এবার সফর সহজ হবে না বাংলাদেশের। জানিয়েছেন, একটি ভালো ম্যাচ জিতলেই দল আবার পুরনো ছন্দে ফিরে আসবে ।
সুবিধাজনক অবস্থায় থেকেও প্রথম ওয়ানডে জিততে পারেনি। কেন?
রকিবুল : খেলা দেখে মনে হয়েছে একজন বোলার কম ছিল। তাই শুভ (শামসুর রহমান শুভ), নাসিরদের দিয়ে বোলিং করানো হয়েছে। অবশ্য এটা বলতেই হবে, পোলার্ড ও রামদিন খুব ভালো ব্যাটিং করেছেন সেদিন।
বারবার এমন কেন হচ্ছে? জয়ের কাছাকাছি এসেও হেরে যাচ্ছে। এখন হেরেই চলছে। এতে তো আত্দবিশ্বাসে চিড় ধরবে...
রকিবুল : টানা হারে অবশ্যই আত্দবিশ্বাসে ফাটল ধরে। তবে আমি বিশ্বাস করি একটি জয় পাল্টে দিবে দলকে। জিতলেই দেখবেন ছন্দে ফিরে এসেছে দল। এরজন্য অবশ্যই পুরো দলকে ভালো খেলতে হবে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগে ভালো খেললেই জেতা যাবে। আমরা অনেক ম্যাচ হেরেছি জয়ের অবস্থা থেকে। ভাগ্য সহায়ক হচ্ছে না আমাদের।
২০০৯ সালে সফর করেছিলেন। তখনকার চেয়ে কি এখনকার ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী?
রকিবুল : সবাই জানেন তখন তাদের সেরা ক্রিকেটাররা খেলেননি। তারপরও আমরা শক্তিশালী বোলিংয়ের বিপক্ষে খেলেছিলাম। কেমার রোচ, টিনো বেস্ট, ড্যারেন স্যামিরা খেলেছিলেন। অবশ্য এখন পূর্ণ শক্তির দল খেলছে ওয়েস্ট ইন্ডিজের। তারপরও আমি মনে করি আমাদের সামর্থ্য রয়েছে তাদের বিপক্ষে জেতার। সর্বশেষ ওয়ানডে সিরিজে আমরা কিন্তু তাদের হারিয়েছি।
টানা হেরে মানসিকভাবে বিপর্যস্ত দল। এমন পরিস্থিতিতে টেস্ট সিরিজ কেমন হবে?
রকিবুল : সাকিব আল হাসান নেই। যদি শক্তির যোগ-বিয়োগ করেন তাহলে অবশ্যই সাকিব একটা ফ্যাক্টর। তার ব্যাটিং ও বোলিং অনেক সাহায্য করে দলকে। সে না থাকলেও আমি মনে করি বর্তমান দলের ভালো করার সামর্থ্য রয়েছে। আবার এটাও সত্যি সেখানকার কন্ডিশনে ভালো করা খুব সহজ হবে না। সবচেয়ে বড় কথা দলকে ফর্মে ফিরতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই ভালো খেলতে হবে।
অনেকদিন ধরে দলের বাইরে। ফেরার আশা...
রকিবুল : গত বছর প্রিমিয়ার ক্রিকেটে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে ছিলাম। এখন অনেক কষ্ট করছি। ফিটনেস, টেকনিক নিয়ে কাজ করছি। আমি আশাবাদী জাতীয় দলে ফেরার বিষয়ে।
বিশ্বকাপ ২০১৫ খেলার টার্গেট...
রকিবুল : গত বিশ্বকাপ খেলেছিলাম। বিশ্বকাপ ক্রিকেটে খেলার স্বপ্ন থাকে সব ক্রিকেটারের। বিশ্বকাপের মূল্য যে কোনো ক্রিকেটের চেয়ে অনেক বেশি। আমারও স্বপ্ন রয়েছে আগামী বিশ্বকাপে খেলার।