স্প্যানিশ লা লিগায় দীর্ঘদিনের ধারাবাহিকতায় ছেদ টেনেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ ছাড়াও যে লা লিগার শিরোপা কোনো দল জয় করতে পারে, এটা অনেকটাই বিস্মৃত হয়েছিল ফুটবল ভক্তরা। আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওনে গত মৌসুমে এই অসাধ্য সাধনই করেছিলেন। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদকে টপকে জয় করেছিলেন লা লিগার শিরোপা। শুধু কি তাই! উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত খেলেছিল তার দল। লা লিগায় যে পরিবর্তনের ধারা নিয়ে এসেছেন সিমিওনে, তা কি এবারও ধরে রাখতে পারবেন? এই প্রশ্ন নিয়েই আজ থেকে শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা। প্রথম দিনে অবশ্য ফেভারিট বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ মাঠে নামছে না।
প্রথম দিনে মাঠে নামছে ভ্যালেন্সিয়া। সেভিয়ার মুখোমুখি হচ্ছে তারা। গত প্রায় দুই যুগের মধ্যে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, দিপোর্তিভো লা করোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়া লা লিগায় জয়ের গৌরব আছে কেবল ভ্যালেন্সিয়ারই। লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে সেভিয়াও। ১৯৪৫-৪৬ মৌসুমে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। আজ মাঠে নামছে মালাগা-অ্যাথলেটিক বিলবাও, গ্রানাডা-দিপোর্তিভো লা করোনা এবং আলমেরিয়া-এসপানিয়ল। লা লিগার ফেভারিটরা আগামীকাল থেকেই মাঠে নামবে। বার্সেলোনা কাল ন্যু ক্যাম্পে খেলবে এল্চের বিপক্ষে। রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে সোমবার খেলবে কর্ডোভার বিপক্ষে। অ্যাটলেটিকো মাদ্রিদও সোমবার খেলতে নামবে। রেয়ো ভলকানোর বিপক্ষে খেলবে তারা মৌসুমের প্রথম ম্যাচ।
লা লিগা এবার আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ বিশ্ব সেরা তারকাদের দলে ভিড়িয়েছে। বার্সেলোনায় এসেছেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। রিয়াল মাদ্রিদে এসেছেন কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ এবং জার্মান তারকা টনি ক্রুজ। অ্যাটলেটিকো মাদ্রিদও শক্তি বাড়িয়েছে। ত্রি-শক্তির লড়াইয়ে এবার লা লিগা বেশ জমবে বলেই ভক্তদের ধারণা। বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ বলছেন, 'আমরা নিজেদেরকে প্রস্তুত করেছি ভালোভাবেই। নিজেদের কাছ থেকে অনেক কিছুই চাই। এই মৌসুমে আমাদের লক্ষ্য অনেক কিছু অর্জন করা।' বার্সেলোনার মতো শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদও। কে জিতবে এবারের লা লিগা? বার্সেলোনা, রিয়াল মাদ্রি নাকি বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।
বার্সেলোনায় এসেছেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। রিয়াল মাদ্রিদে এসেছেন কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ এবং জার্মান তারকা টনি ক্রুজ। অ্যাটলেটিকো মাদ্রিদও শক্তি বাড়িয়েছে