ইনচেন এশিয়ান গেমসে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ কাবাডি দল। পুরুষ দলের 'এ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড। মেয়েদের গ্রুপেও পড়েছে ভারত। এ ছাড়া স্বাগতিক দক্ষিণ কোরিয়া। অবশ্য গত আসরে কোরিয়াকে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত ব্রোঞ্জ জিতেছিল। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালে উঠবে। এশিয়াডে ক্রিকেট ছাড়া একমাত্র কাবাডিই ছিল যেখান থেকে পদক জয়ের ভালো সম্ভাবনা ছিল। কিন্তু কঠিন গ্রুপে পড়ায় সে সম্ভাবনা অনেকটা ক্ষীণ হয়ে গেল। কাবাডি কোচ আবদুল জলিল বলেন, 'আগেরবারও আমরা পাকিস্তানের বিরুদ্ধে হেরেছিলাম। ভারত তো আরও শক্তিশালী।'