এশিয়ান গেমসের ফুটবলের গ্রুপিং হয়ে গেছে। শক্ত গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে খেলা কষ্টকরই হবে বাংলাদেশের। তারপরও ভালো খেলার প্রত্যাশায় অনুশীলন করে চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। যদিও হেড কোচ লোডোভিক ক্রুইফ নেই দেশে। বাবার ক্যান্সারের জন্য তিনি এখন নেদারল্যান্ডসে। এ সপ্তাহেই ফিরবেন। এশিয়াডে অংশ নেওয়ার আগে তিনি নেপাল ও মালয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিলেন। নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের তারিখ চূড়ান্ত হয়েছে। কিন্তু মালয়েশিয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এর মধ্যেই ইনচেন এশিয়াডগামী দল বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে দেশে। গতকাল একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিকের বিপক্ষে। কিন্তু হয়নি। এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৩-১ গোলে জয় পায়। পুলিশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ না হওয়ায় বিকাল ৪টায় আর্মি স্টেডিয়ামে সেনাবাহিনীর বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-২৩।