দ্বিতীয়বারের মতো স্প্যানিশ সুপার কাপ জিতল অ্যাটলেটিকো মাদ্রিদ। শুক্রবার রাতে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে তারা।
এর আগে রিয়ালের মাঠে প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়। দুই লেগ মিলে ২-১ ব্যবধানে শিরোপা জিতে নেয় অ্যাটলেটিকো।
অ্যাটলেটিকো মাদ্রিদেরে জয়ের নায়ক মালিও মানজুকিচ। বায়ার্ন মিউনিখ থেকে আসা মারিও মানজুকিচের একমাত্র গোলে জয় নিশ্চিত হয় তাদের। ম্যাচের ৮১তম সেকেন্ডে গোল করেন এই ফরোয়ার্ড। এরপর আর ম্যাচে ফিরতে পারেননি রিয়াল মাদ্রিদ। একের পর এক আক্রমণ করলেও অ্যাটলেটিকোর রক্ষণদুর্গ ভাঙতে পারেনি রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ডরা।
ইনজুরি কাটিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে ফেরেন ক্রিস্টিয়ানো রোনালদো। একক প্রচেস্টায় অনেকগুলো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি এই পর্তুগিজ ফরোয়ার্ড।
১৯৮৫ সালে সুপার কাপের প্রথম শিরোপা জিতে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ।