ক্যামেরুনের জাতীয় দলের অধিনায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে তারকা খেলোয়াড় স্যামুয়েল ইতোকে। তার জায়গায় নেওয়া হয়েছে মিডফিল্ডার স্টিফেন এমবিয়াকে।
মঙ্গলবার এই সংক্রান্ত ঘোষণা দিয়েছে ক্যামেরুন ফুটবল ফেডারেশন। একইসঙ্গে তারা জানিয়েছে বিষয়টি ক্রীড়া মন্ত্রণালয় থেকে চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যেই আগামী মাস থেকে শুরু হওয়া আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বের চূড়ান্ত রাউন্ডে কোচ ভলকার ফিনকের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ইতো। এর মাধ্যমে ৩৩ বছর বয়সী এই তারকা স্ট্রাইকারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেই সংশ্লিষ্টদের দাবি।
ব্রাজিল বিশ্বকাপে তার নেতৃত্ব মোটেই সন্তুষ্ট করতে পারেনি পুরো ক্যামেরুন দলকে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই পরাজিত হয়ে হতাশা হতে হয়। বিশেষ করে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-০ গোলের পরাজয় অনেকেই মেনে নিতে পারেনি। এমনকি এই ম্যাচের পরে ম্যাচ পাতানোর অভিযোগ নিয়েও বেশ গুজব উঠেছিল। বিশ্বকাপে খেলতে যাবার আগে বোনাস নিয়েও ফেডারেশনের সঙ্গে বিরোধের ব্যপারে ইতোকেই দায়ী করা হয়।