দেড় যুগ আগে রুশ সুন্দরী আনা কুর্নিকোভা ইউএস ওপেনে একটা রেকর্ড গড়েছিলেন। সবচেয়ে কম বয়সী তরুণী হিসেবে অংশ নিয়েছিলেন টুর্নামেন্টে। খেলেছিলেন চতুর্থ রাউন্ড পর্যন্ত। আনা কুর্নিকোভার রেকর্ড ভেঙে দিলেন এক মার্কিন তরুণী। পনের বছর বয়সী সিসি বেলিজ গত মঙ্গলবার রাতে গত অস্ট্রেলিয়া ওপেনের রানার্সআপ স্লোভাক তারকা ডমিনিকা চিবুলকভাকে ৬-১, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন ইউএস ওপেনের প্রথম রাউন্ডে। ইএএস ওপেনে চিবুলকভা ১২তম বাছাই ছিলেন! মার্কিন তরুণী সিসি বেলিজ মেয়েদের বিশ্ব র্যাঙ্কিংয়ে ১২০৮ নম্বরে অবস্থান করছেন। আনা কুর্নিকোভা ইউএস ওপেনে প্রথম অভিযানে চতুর্থ রাউন্ডে পেঁৗছেছিলেন। সিসি বেলিজ কি কুর্নিকোভার রেকর্ডটা স্পর্শ করতে পারবেন! এরই মধ্যে আইটিএফের (ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন) একটা শিরোপা জয় করেছেন সিসি বেলিজ।