টেস্ট সিরিজে বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি সন্দেহ প্রকাশ করায় পাকিস্তানি স্পিনার সাঈদ আজমলকে ব্রিসবেনে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে। এজন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। তবে গতকাল শ্রীলঙ্কায় পৌঁছেছেন আজমল। লঙ্কানদের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে খেলতে পারবেন তিনি। এদিকে আজমলের অনুপস্থিতিতেও প্রথম ওয়ানডেতে জিতে গিয়েছিল পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতা আনে শ্রীলঙ্কা। তৃতীয় ওয়ানডেটি তাই অঘোষিত ফাইনালের মর্যাদা পেয়েছে।