ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হবার পর সিরিজের একমাত্র টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বেসিটিয়ারের ওয়ার্নার পার্কে টসে জিতে ব্যাটিং নিয়েছে সফরকারী বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ওপেন করতে এসেছেন তামিম ইকবাল এবং আনামুল হক বিজয়। দুই ওপেনার প্রথম ৪.৪ ওভারে তুলে নিয়েছে ৩১ রান। এরপরই শুরু হয় বৃষ্টি। ফলে খেলা আপাতত বন্ধ রয়েছে।
তামিম ব্যাটিং ক্রিজে আছেন ৯ বলে এক চারে ১১ রান নিয়ে। আর বিজয় এক চার ও সমান ছয়ে ১৯ বলে করেছেন ১৯ রান।